নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বটবৃক্ষের ফল হয়না
ফুলে নেই ঘ্রাণ
তবুও তার ছায়ায় বসে
কৃষক জুড়ায় প্রাণ।
বটবৃক্ষের ডালে ডালে
কতো পাখীর ঘর
বুকে টেনে আগলে রাখে
নয়তো কেহ পর।
বটবৃক্ষের পাতায় পাতায়
দোল দিয়ে যায় হাওয়া
জীবন মানে বিলিয়ে দেবার
নাইতো কিছু চাওয়া।
বট বৃক্ষ হবে তায়
টুম্পামনি ভাবে
বট বৃক্ষের শিক্ষা নিলে
মানুষ হওয়া যাবে।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৫
বাকপ্রবাস বলেছেন: বটবৃক্ষের মতো বিশাল ধন্যবাদ জানবেন কিন্তু
২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৭
বিজন রয় বলেছেন: বৃক্ষ নিরব ভাষায় আমাদের স্বার্থকতার গান শোনায়।
++++
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৫
বাকপ্রবাস বলেছেন: হুম, ঠিক তায়
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৫
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার ছড়া!!