নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- একটি মানবিক আবেদন

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫

এইটুকুন এক বাচ্চা ছেলে
সুধায় বাবা মাকে,
ইচ্ছে হলে সংসার করো
অন্য কোথাও প্রেম করো
মেরোনা আমাকে।

এই টুকুন এক বাচ্চা মেয়ে
"বলি তোমরা শোন,"
প্রেম কিংবা পরকিয়া
ইচ্ছে, কর মন দিয়া
দোষ নাই কোন।


আর মেরোনা আর আমাদের
যদি দয়া হয়,
ছেড়ে দিয়ো ফুটপাথে
থাকবো নাহয় তাদের সাথে
যাদের, এতিম পরিচয়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০০

বিজন রয় বলেছেন: এই টুকুন এক বাচ্চা মেয়ে
"বলি তোমরা শোন,"
প্রেম কিংবা পরকিয়া
ইচ্ছে, কর মন দিয়া
দোষ নাই কোন।

পরকিয়া করতে বললেন?????

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬

বাকপ্রবাস বলেছেন: জবাবটা পরের প্যারায় আছে তো

আর মেরোনা আর আমাদের
যদি দয়া হয়,
ছেড়ে দিয়ো ফুটপাথে
থাকবো নাহয় তাদের সাথে
যাদের, এতিম পরিচয়।

( তোমরা যদি উচ্ছন্নে যাবে যাও, কিন্তু আমাদের মেরোনা, তোমাদের খুশী তোমরা লুটাও তবে আমাদের হত্যা করে নয়, এটা বোঝাতে তাচ্ছিল্য করে তাদেরকে এই কথা বলা)

২| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়ানক এক সময়কে অতিক্রম করছি আমরা!!!!!!!!!!!!!!

সময়কে ধরে রাখা কাব্য..

+++++++

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭

বাকপ্রবাস বলেছেন: অবক্ষয় খুব দ্রুত ছড়াচ্ছে

৩| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আপনার কবিতা দেখি। মাঝে মাঝে ঢুঁ দেই। মন্তব্যে বাধ্য হই না। কিন্তু আপনি ভালো লেখেন। নিয়মিত হবার চেষ্টা করবো আপনার কবিতায়।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন রাজপুত্র। শখের বশে লিখি, অপিষ এর কাজের ফাঁকে। আপনার মন্তব্যে উৎসাহ পেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.