নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- কবিতাটা তোর জন্য

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯



কি করে থাকি আমি কি করে থাকি
মোবাইলে, মনিটরে তোর ছবি রাখি।
দেখি তোর চোখ মুখ বার বার দেখি
তোকে নিয়ে স্বপ্ন হাজার জাল বুনে রাখি।

সবাই বলে দেখতে তুই বাবারই মতো
তা নিয়ে তোর আম্মুটার অভিযোগ কতো।
কষ্ট করে ধারণ করে বাবার আঁখি নিয়ে
ঠিকই একদিন চলেই যাবি হলে তোর বিয়ে।


কতো করে চাইলাম তবু ছুটি দিলোনা
যাবো যাবো করে আর যাওয়া হলোনা।
তোকে ছাড়া প্রবাস জীবন ভীষণ একাকি
কি করে থাকি আমি কি করে থাকি।

হাত পা ছুড়ে তোর নাকি সাইকেল চলে রোজ
পাড়ার যতো ছেলেমেয়ে নিত্য নেয় খোঁজ।
কোলে তোলে রাখলে আবার কান্না দিস জুড়ে
জেদ করে কঠিন হয়ে হাত রাখিস মুড়ে।


দেখতে খুব মন চাইছে ধরতে কোমল হাত
চোখ বোজলেই তোকে দেখি দিনের শেষে রাত।
তোর ছবিটাই বুকে নিয়ে ঘুম জেগে থাকি
কি করে থাকি আমি কি করে থাকি।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮

রফিকুজজামান লিটন বলেছেন: অনেক কিউট বেবী !! ওর জন্য নিরন্তর শুভকামনা!
কবিতা অসাধারন হইছে।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২০

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন রফিকুজজামান লিটন ভাই

২| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার প্রবাস জীবন সহজ হোক। আপনার মেয়ে সুস্থ সুন্দর ভাবে বড় হোক।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে অশেষ ধন্যবাদ সুপ্রিয়

৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪

ব্লগ ৪১৬ বলেছেন: ওহহহ কিউট বেবি। বাবুর জন্য আপনার মনের কষ্টটা ততোক্ষন কেউ বুঝবে না যতক্ষন সে বাবা না হইছে। এটা একটা অদ্ভুদ ফিলিংস। বাবুর জন্য শুভ কামনা।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

বাকপ্রবাস বলেছেন: দেশ থেকে ওদের কাজ হলো ইনবক্স এ ছবি দেয়া, আর আমার কাজ হলো ছড়া লিখা হা হা হা ছবি পেলেই কোথা থেকে ছড়া চলে আসে, ওরাও বলে, ছড়া কি আগে লিখে রাখেন? নাকি পরে লিখেন!! সকালে পেলাম ছবিটা, সাথে সাথে লিখা কবিতা, অনেকটা গান স্টাইলের।

এবং আপনাকে ধন্যবাদ অফুরন্ত........

৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

আরাফআহনাফ বলেছেন: এ কারনেই প্রবাস জীবন ছেড়েছিলাম।
আপনার অনুভুতিটুকু বুঝতে পারছি অন্তর থেকে।

আবেগী কবিতায় ভালো লাগা জানবেন।

শুভ কামনা আপনার জন্য, আপনাদের জন্য।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭

বাকপ্রবাস বলেছেন: হুম, চাইলে ছুটি নিয়ে যেতে পারি, তবে ভয় ঢুকে গেছে, গেলেতো চলে আসতে হবে আবার, তাই কোন সময়ে গেলে বেশী ভালো লাগবে সেটা কেলকুলাশান করতে হচ্ছে। ওর কোন সময়টাগে গেলে বেশী ভালো লাগবে, চলে আসার পর আবার কবে যাবে, তখন তার কি বয়েস হবে, সেটাও ভাবতে হচ্ছে, হৃদয়ের টানাপোড়ন আরকি.........

এবং আপনাকে ধন্যবাদ অফুরন্ত

৫| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কবিতা অসাধারণ। ভালোবাসা ছড়িয়ে পড়লো।

শুভকামনা আপনার মেয়ের জন্য।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৮

বাকপ্রবাস বলেছেন: হুম, রাজপুত্রকে ধন্যবাদ অফুরান...........

৬| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া বাবুটার জন্য!

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯

বাকপ্রবাস বলেছেন: এবং আপনার প্রতিও রইল শ্রদ্ধা এবং শুভেচ্ছা

৭| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল। অনেক ভালো লাগা।

বাবুর জন্য অনেক অনেক শুভেচ্ছা।

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন সুমন কর ভাই

৮| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৩

সোজোন বাদিয়া বলেছেন: সুস্থ-সবল হয়ে শিশুটি বেড়ে উঠুক এবং একদিন বাবার অনুভূতিটা বুঝে আপ্লুত হোক। কবিতার শক্তিটা আবারও সুন্দর ফুটে উঠলো।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪১

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন আবেগীয় অনুভূতি প্রকাশ .............

৯| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৩

সোজোন বাদিয়া বলেছেন: সুস্থ-সবল হয়ে শিশুটি বেড়ে উঠুক এবং একদিন বাবার অনুভূতিটা বুঝে আপ্লুত হোক। কবিতার শক্তিটা আবারও সুন্দর ফুটে উঠলো।

১০| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

বার্তা বাহক বলেছেন: বাবার ছেলে কি চাচার মতো হবে?

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২

বাকপ্রবাস বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.