| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
এতোগুলো বাচ্চা নিয়ে
পানিতে দেয় ঝাপ
হাঁসের বাচ্চা প্রশ্ন করে
কোথায় আমার বাপ?
তোমার ডিমে মুরগী বসে
কেন দেবে তা
মুরগী পারে তবে কেন 
তুমি পারো না।
হাসে হাঁস, তার ছানাদের
কতো প্রশ্ন জাগে
সব প্রশ্নের উত্তর পাবে
বড় হও আগে। 
বাচ্চারাও একদিন সাতসকালে
পাড়ে ধবল ডিম
আজকে বুঝি সেই প্রশ্নের
জবাব পাবার দিন।
 
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৫:২৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবনে ধূলো জমা চিঠি
২| 
০৭ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:৪১
অগ্নি কল্লোল বলেছেন: সুন্দর!!!
 
০৭ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:৪২
বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ আপনাকে
৩| 
০৭ ই মার্চ, ২০১৬  রাত ৯:০৯
বিজন রয় বলেছেন: হা হা হা..... হাঁসের বাচ্ছা দিয়ে অনেক কিছুই বোঝালেন।
++++
 
০৭ ই মার্চ, ২০১৬  রাত ৯:১৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা কিছু কিছু প্রশ্ন আছে উত্তর দিতে নেই, সময় হলে উত্তর নিজ থেকেই ধরা দেয়
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৪৮
ধূলো জমা চিঠি বলেছেন: হাসে হাঁস, তার ছানাদের
কতো প্রশ্ন জাগে
সব প্রশ্নের উত্তর পাবে
বড় হও আগে।
কবিতায় ভালো লাগা রইলো ...