নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি পড়ছে পড়ুক আজ
গুটিয়ে রাখি হাতের কাজ
আজকে আমি মহা রাজ
গুড়ম গাড়ুম পড়ুক বাজ।
আজ হয়ে যাক অপিষ কামায়
বুঝিয়ে দেবো ছুতা নাতায়
বলব ভীষণ জ্বর ছিলো তায়
রুচির অভাব না খেতে পায়।
আজ হবেনা দিনের বাজার
দিক না দিক নাস্তা খাবার
বাথরুম সেরে ঘুমাবো আবার
যাক চলে যাক যেথায় যাবার।
বউ চলে যাক রাগ করে
কন্যা টানুক হাত ধরে
আজকে আমি বদ্ধ ঘরে
বৃষ্টি পড়ুক চালের পরে।
বৃষ্টি পড়ছে পড়ুক আজ
আজ হবেনা কোন কাজ
আজকে আমি মহা রাজ
ছড়ায় ছড়ায় ছন্দবাজ।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাইযান
২| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বৃস্টির দেখা কই পাইলেন??
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২
বাকপ্রবাস বলেছেন: মধ্যপাচ্যে, ইউএই, সউদিতে, কাতারেও হচ্ছে একটু কম
৩| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬
মাহমুদ আল ইমরোজ বলেছেন: অপূর্ব ছন্দোবদ্ধ, ভাষায় চমৎকার....
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২
বাকপ্রবাস বলেছেন: পুলকিত অনুভব করছি, ধন্যবাদ জানবেন মাহমুদ আল ইমরোজ ভাই
৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৬
সোজোন বাদিয়া বলেছেন: ছন্দটা সুন্দর, কিন্তু কথাগুলো একটু বেশি বেশি হয়ে গেল, মনে হয়।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩২
বাকপ্রবাস বলেছেন: হুম, একটুু কম কম হলে ভালো হতো ...........ধন্যবাদ কিন্তু অনেক অনেক রইল
৫| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৩
আরণ্যক রাখাল বলেছেন: আপনি আসলেই ছন্দবাজ!
হেব্বি হইছে
১১ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হা কিযে বলেন হায়!
শরমে মরে যাই
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার।