| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বিজার্ভ ব্যাংক ফুটো করে 
খাচ্ছো যারা রাত্রিদিন
হাত কাঁপেনা বুক কাঁপেনা 
হৃৎপিন্ডটার খবর নিন।
কেমন করে পারছো তোমরা
লুটেপুটে খাচ্ছো বেশ
একটু যদি রাখতে খেয়াল
যাচ্ছে হেলে বাংলাদেশ।
লাল সবুজের পতাকা আর
ষোল কোটির বিশ্বাসে  
কেমন করে খেললে জুয়া 
আটকায়নি আর নিঃশ্বাসে। 
এই মাটিতেই জন্ম নিয়ে
মাটির সাথেই বেঈমানি
সন্দেহ হয় জন্ম তোদের
কোন জারজের খান্দানি।
 
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৩:৪৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ বড় ভাই
২| 
১২ ই মার্চ, ২০১৬  দুপুর ১:২৬
কবীর বলেছেন: যে যত করবে লুট
সে তত শেষ্ঠ ভূত।
এই ভূতের বাড়ি সকল
এ দেশেতেই ভাই।
মায়ের (দেশ) সাথে বেইমানী
করেছে যেই জন,
তাহার জন্ম করিতে নির্নয় 
পেড়েছে বা কয় জন।
 
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৩:৪৭
বাকপ্রবাস বলেছেন: পারিনাই পারিনাই
তাইতো বারবার ধোকা খাই
৩| 
১২ ই মার্চ, ২০১৬  দুপুর ১:৫৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: অসাধারন!!!
 
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৩:৪৮
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ
৪| 
১২ ই মার্চ, ২০১৬  দুপুর ২:৫১
ফাহিম আবু বলেছেন: অসাধারণ
 
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৩:৪৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন কিন্তু ফাহিম আবু ভাই
৫| 
১২ ই মার্চ, ২০১৬  বিকাল ৩:৩২
বিজন রয় বলেছেন: কেমন করে পারছো তোমরা
লুটেপুটে খাচ্ছো বেশ
একটু যদি রাখতে খেয়াল
যাচ্ছে হেলে বাংলাদেশ।
যারা এসব করছে তারা কি আর দেশ নিয়ে ভাবে?
+++
 
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৩:৪৯
বাকপ্রবাস বলেছেন: তাইতো
সেইটা ভাবিনাইতো!
৬| 
১২ ই মার্চ, ২০১৬  বিকাল ৩:৫৭
মুসাফির নামা বলেছেন: চমৎকার ++++
 
১৩ ই মার্চ, ২০১৬  রাত ৩:৪৯
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুুব করে ধন্যবাদ মুসাফির নামা
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬  দুপুর ১:১৯
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ