নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মালের উপর যাচ্ছে যাক
প্রাণটা চাই তার আগে
রিজার্ভ ব্যাংক ফুটো হোক
চাইনা হিসেব কার ভাগে।
শেয়ার বাজার লুটবি লুট
ফোঁসবেনা কেউ আর দ্রোহে
চাইনা তবু শহীদ সেনা
বিডিআর বিদ্রোহে।
ঋণ খেলাপি হচ্ছে হোক
নাম কিংবা বেনামে
হোকনা পাচার সেই টাকা
জানতে চাইনা কোন কামে।
মালের উপর যাচ্ছে যাক
রাখবেনা কেউ তার প্রমাণ
চাইনা হিসেব সাগর রুণির
উপদেষ্টা হোক সোবহান।
তবুও যদি শান্তি আসে
মনে দিলে তোর প্রাণে
কেমন করে মিলবে হিসেব
এই বাংলা ঠিক জানে।
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩১
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ
২| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৫
ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন!
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন ঢাকাবাসী
৩| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪০
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩২
বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ রইল খুব করে
৪| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬
বিদ্রোহী সিপাহী বলেছেন: সত্যিই ভাই, এই বাংলা জানে কিভাবে হিসাব মিলাতে হবে।
বাংলার অতীত তাই বলে।
ছাই চাপা দ্রোহী কবিতার প্রতি ভাল লাগা...
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩
বাকপ্রবাস বলেছেন: সত্যেরই জয় হোক, এবং আপনাকে খুব করে ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১০
শাহরিয়ার কবীর বলেছেন: মালের উপর যাচ্ছে যাক
রাখবেনা কেউ তার প্রমাণ
চাইনা হিসেব সাগর রুণির
উপদেষ্টা হোক সোবহান।
++++++