নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঘেদেরও মন্দ সময় আসে
দৌঁড়ে পালায় হরিণ শাবক দল
বানরগুলো ডালে বসে হাসে
বাড়লে বয়েস হারায় মনোবল।
বৃদ্ধ হলে কেউ শুনেনা কথা
তখন কেবল স্মৃতির পূণপাঠ
সঙ্গী মেলে নিথর নিরবতা
ভুল হিসেবের ক্রমবাড়ে বিভ্রাট।
পাপগুলো সব ঘুরেফিরেই আসে
একদিন সে বেসেছিলো ভালো
শিশির বিন্দু ছড়ায় আলো ঘাসে
সূর্যালোকে পূণ্য হারালো।
শীতের শেষে ঝরে গাছের পাতা
বসন্ত আসে নতুন বার্তা নিয়ে
আসা যাওয়ার ঋতুচক্রের খাতা
লিখে মুছে সময় যায় গড়িয়ে।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৭
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা এবং ভালোবাসা জানবেন দাদা
২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২১
শাহরিয়ার কবীর বলেছেন: বৃদ্ধ হলে কেউ শুনেনা কথা
তখন কেবল স্মৃতির পূণপাঠ
সঙ্গী মেলে নিথর নিরবতা
ভুল হিসেবের ক্রমবাড়ে বিভ্রাট।
ভাল লাগা রেখে গেলাম। ধন্যবাদ ভাই
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ
৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩২
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন কিন্তু
৪| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮
বিজন রয় বলেছেন: দেশ এখন কোন চক্রে?
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬
বাকপ্রবাস বলেছেন: ভাবনার সূত্রপাত কিন্তু দেশ থেকেই, ভাবছিলাম একটা ক্ষমতা, একটা বাঘ সেও বৃদ্ধ হয়, তখন তার ক্ষমতা কমে আসে, ব্যাংক ফুটো হতে থাকে, তার আর কিছু করার ক্ষমতা থাকেনা
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: জীবন চক্র চমৎকার লিখেছেন। আমরাও একদিন শীতের বিবর্ণ পাতার মতো ঝরে যাবো আসবে নতুন প্রজন্ম নবপল্লব রূপে রঙিন বসন্তে। ধন্যবাদ কবি।