| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাদিয়ার জন্য একটা ছড়া
লিখতে গিয়ে হয়না পড়া
ভাবতে ভাবতে ঘুমের ঘোরে
খাচ্ছি কতো মাকাল বড়া। 
সাদিয়ার জন্য মাথার চুল
টানছি ছিড়ছি খাচ্ছি ঘোল
তবুও সে দেয়না ধরা
হাতে নিয়ে ঘুরছি ফুল। 
সাদিয়ার জন্য একটা ফুল
সাদিয়ার জন্য হাজার ভুল
তবুও সে মন দিলনা
সবার কাছে হচ্ছি লুল।
 
১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:১৬
বাকপ্রবাস বলেছেন: হুমমমমমম
২| 
১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:০১
বিজন রয় বলেছেন: কোন সাদিয়া? সেই ভিডিওর?
 
১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:১৬
বাকপ্রবাস বলেছেন: হুম, সেটাকে উদ্দেশ্য করে লিখা বাট মজার ব্যাপার হলো উমামার আম্মুর নাম সেইম
৩| 
১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:২১
বিজন রয় বলেছেন: হায় হায়, তাই নাকি?
তাইলে তো......... হা হা হা
 
১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:২৯
বাকপ্রবাস বলেছেন: হা হা আমি ওর ছবি এবং নাম সাধারণত ব্যাবহার করিনা, এখন চান্স পেয়ে হাত ছাড়া করিনি, অন্য সময় নামটা ইউস হলে প্রশ্নের সম্মুখিন হতাম, ফেবুতে  ![]()
৪| 
১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:৫৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা , সাদিয়া...
 
১৭ ই মার্চ, ২০১৬  দুপুর ১:৪০
বাকপ্রবাস বলেছেন: হাহ্ সাদিয়া ![]()
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৬  সকাল ১১:৫৯
নুর ইসলাম রফিক বলেছেন: সাদিয়ারা ভালো থাক।