নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের ঘরে চুরি করে
ধরে আবার গানও
যেই করেই হোক চোর ধরে
আমার কাছে আনো।
এদিক খোঁজে সেদিক খোঁজে
খোঁজে নালা ডোবায়
থাকতে পারে ঝোপঝাড়ে
ধামা দিয়ে কোপায়।
সেই ঘরের কেয়ারটেকার
বদিওর তার নাম
সহজ সরল ভদ্র ছেলে
নেইতো বদনাম।
দিন দুপুরে সেই ছেলেটা
ছিলো যখন ঘুমে
চোর নাকি সেই ফাঁকে
ঢুকেছিলো রুমে।
চাকরী গেল বদিউরের
বাড়ীর মালিক কাঁদে
ধন দৌলত সবই গেলো
গাত্র বস্ত্র বাদে।
হামলা হলো মামলা হলো
পাশের বাড়ির ছেলে
সে জানেনা কি ঘটনা
কাটায় এখন জেলে।
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩
বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ ++++++++++++
২| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩
নাজনীন পলি বলেছেন: দারুণ বলেছেন
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
৩| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮
নীল প্রজাপ্রতি বলেছেন: একদম হাছা কথা কইছো ভাই।
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ অফুরন্ত
৪| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১১
shorifulbonoful বলেছেন: দারুন বলেছেন।
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪
বাকপ্রবাস বলেছেন: অনন্ত ধন্যবাদ জনাব
৫| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩
নেয়ামুল নাহিদ বলেছেন: *****
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
৬| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৫
সোজোন বাদিয়া বলেছেন: নাঃ ঠিক মেলাতে পারলাম না। তবে ছড়ার ছন্দের জন্য +++।
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪
বাকপ্রবাস বলেছেন: একটু গুতা মারেন, দেখি শোধরানো জায় নকি হা হা হা
৭| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
তাসলিমা আক্তার বলেছেন: ভালো লাগলো। প্লাস।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ লইবেন আপু
৮| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
রাজু বলেছেন: সুন্দর কবিতা...
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০১
বিজন রয় বলেছেন: চারিদিকে চোর।
++++