নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

সাতকাহন

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১


সাতবছরে হয়না প্রেম যুবকের
সাতবছরে হয়না আশার ছুটি
সাতবছরেও ভাঙ্গেনা ঘুম দুদকের
সাতবছরে ত্রিশ হাজার কোটি।
ফাঁকা ফাঁকা লাগে সবই
মনে হয় সবকিছুই আজগুবি।।

সাত বছরে যায়না বোঝা মন
সাত বছরে দেয়না ধরা পাখী
সাত বছরে হয়না তবু সমন
সাত বছরে ফ্যাসিবাদের ঝাঁকি।
ফাঁকা ফাঁকা লাগে সবই
মনে হয় সবকিছুই আজগুবি।।

সাত বছরে ভেঙ্গে যায় ঘর
সাত বছরে অচেনা এক রূপ
সাত বছরে পরকিয়ার পর
অচেনা বাংলাদেশ নিরবতায় চুপ।
ফাঁকা ফাঁকা লাগে সবই
মনে হয় সবকিছুই আজগুবি।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

সাইবার সোহেল বলেছেন: আগেই সন্দেহ হচ্ছিল যে টাকা হ্যাকের আলোচনা অনেকদিন হয়ে গেল তাই এবার নতুন টপিক পাওয়া গেল.. X(( কারন সাত খুন প্রায় মাফ হল বলে আর এতো মাত্র ১ টা... তাও আবার...... X(( X((

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

বাকপ্রবাস বলেছেন: সাতপ্রিয় সরকার
সাতশো বছর দরকার

২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৫

বিজন রয় বলেছেন: খুব খারাপ।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮

বাকপ্রবাস বলেছেন: দেশকে তলিয়ে দেবার জন্য যেন প্রতিযোগীতা হচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.