নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রান্নার পর গ্যাসের চুলায় কাপড় শুকায় যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
গেল গেল দেশটা গেল
আগাগোড়া শেষটা খেল
রাজনীতিকে ধোলায় দিয়ে ভোট দেয় যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
চ্যানেলগুলো যা'চ্ছে তায়
ওসবকি আর দেখা যায়?
ধ্যাত করে খেত বলেও সিরিয়াল দেখে যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
খেলাতে জয় হলে
সাবাস সাবাস বলে
কোনমতে হেরে গেলে কুৎসা রটায় যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
ঘুষ খাওয়া মহাপাপ
ঘুষ খায় কার বাপ
তাকেই ঘুষ দিয়ে সরকারী চাকরী বাগায় যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
দিনের শুরু চা দিয়ে
সা রে গা মা পা দিয়ে
গরীবের দুঃখ দেখে ধনী হবার স্বপ্নবিভোর যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
নিজের হলে সব ঠিক
পরের হলে দশদিক
এদিক সেদিক ছিদ্র খোঁজে দিনপার করে যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
সমাজটা টিকে আছে
রুই-কাতাল, পুটি মাছে
মধ্যবিত্ত ভাবে কেবল তার উপরই ফাঁড়া
আসলে হয়না কিছুই বিধির বিধান ছাড়া।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬
বাকপ্রবাস বলেছেন: ফা রি হা নো ভা
ধ ন্য বা দ বো ন টি
২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯
রাকিব আল-হাসান বলেছেন: চমৎকার একটা বাস্তব কবিতা।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০
বাকপ্রবাস বলেছেন: ধ ন্য বা দ ভা ই টি
৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০১
রেইড ইন স্কাই বলেছেন: খুবই সুন্দর ।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১১
বাকপ্রবাস বলেছেন: খু ব ক রে ধ ন্য বা দ জা ন বে ন
৪| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৯
আমিই মিসির আলী বলেছেন: সমাজটা টিকে আছে
রুই-কাতাল, পুটি মাছে
মধ্যবিত্ত ভাবে কেবল তার উপরই ফাঁড়া
আসলে হয়না কিছুই বিধির বিধান ছাড়া
কবিতার শক্তিশালী অংশ।
মধ্যবিত্তের শ্যাষ ভরসা ঐ বিধির বিধানটাই।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২
বাকপ্রবাস বলেছেন: ভালোবাসা জানবেন, আপনিই মিসির আলী ভাই
৫| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬
রাসেল বলেছেন: thanks but attacking to middle class for all not justified to me.
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৭
বাকপ্রবাস বলেছেন: এটা একটা আত্মসমালোচনা, আমারা মধ্যবিত্তরাই সমাজের প্রাণশক্তি তবুও কিছু ভুলচুক হয়, সেটাকে জাষ্ট তুলে ধরা, এর আগে ১ লিখেছি ছোট আকারে সেটা এই দোষে দোষ্ট নয়, বিভিন্নভাবে বিষয়টা দেখার প্রয়াস, আপনাকে ধন্যবাদ সুন্দর মতামত ব্যক্ত করার জন্য
৬| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮
বিজন রয় বলেছেন: সমাজটা টিকে আছে
রুই-কাতাল, পুটি মাছে
মধ্যবিত্ত ভাবে কেবল তার উপরই ফাঁড়া
আসলে হয়না কিছুই বিধির বিধান ছাড়া।
গেল গেল।
৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ দাদা
৭| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: দিনের শুরু চা দিয়ে
সা রে গা মা পা দিয়ে
গরীবের দুঃখ দেখে ধনী হবার স্বপ্নবিভোর যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
ধন্যবাদ,ভাল থাকুন।
৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন শাহরিয়ার কবীর ভাই
৮| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৮
প্রামানিক বলেছেন: এক কথায় দারুণ হয়েছে ছড়া। ধন্যবাদ
৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪০
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা এবং ভালোবাসা জানবেন বড় ভাই
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪
ফারিহা নোভা বলেছেন: একটু বেশিই সুন্দর কবিতা, এক ঝাঁক ভাল লাগা কবিতার জন্য।