নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম সঙ্গমে উড়ে যায় প্রেম
কে কাকে দিয়েছিলো কথা
পথে পথে ঘুরে মরে প্রেমিক শ্যাম
দিনে বাড়ে বুকের গহীন ব্যথা।
বোকা ছেলে রাত জাগে মিছে
চুম্বনে কম্পন তুলে বেহিসাবী বর
জীবন তুচ্ছ ভেবে মরিচিকার পিছে
হীমঘরে ঠাঁই নেয় প্রেমিক প্রবর।
অবশেষে ফুল আসে প্রথম চারাগাছে
স্মৃতিরা তলে যায় মরা সিন্ধুকে
অসম প্রেমগুলো আনাচে কানাচে
কোথায়যে হারিয়ে যায় জানেনা নিন্দুকে।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭
বাকপ্রবাস বলেছেন: হা হা হা
২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১
মারুফ তারেক বলেছেন: এটাই বাস্তবতা
শুভকামনা থাকল
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ
৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮
আবদুল্লাহ সাফি বলেছেন: অসম প্রেমের অসম কবিতা
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪
বাকপ্রবাস বলেছেন: সুসম মন্তব্য এবং ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮
বিজন রয় বলেছেন: অসম প্রেম জমে বেশি।