নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতভাগীর লাশ উঠছে নামছে
মিলছেনা আলামত
উল্পেপাল্টে দেখল কতো
কেরামত সালামত।
হতভাগীর চরিত্র ভালোনা
হাওয়ায় তেমন ভাসে
ছয় মোবাইলে বারটা সিম
গোয়েন্দা রিপোর্ট আসে।
এভাবেই রোজ আসছে ঘুরে
নতুন নতুন ইসু
নতুন মানেই হুমড়ে পড়া
পুরোনোতে দাও হিসু।
ইসুপ্রিয় জাতি ইসুতেই থাকি
ইসুতেই পরম সুখ
হাভাগীটার ময়না তদন্ত
দেখেনা আলোর মুখ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯
বাকপ্রবাস বলেছেন: এভাবেই রোজ আসছে ঘুরে
নতুন নতুন ইসু
নতুন মানেই হুমড়ে পড়া
পুরোনোতে দাও হিসু।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০
চাঁদগাজী বলেছেন:
৬ মোবাইল যদি চালু (যদি নিয়মিত ব্যবহার হয়ে থাকে) থাকে, সেটা গোয়েন্দা মনে প্রশ্ন তুলবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২
বাকপ্রবাস বলেছেন: ২০০ টা মোবাইল থাকলেও কাউকে খুন করার অধীকার কারো নেই, রাষ্ট্র তদন্ত করে বের করকে কে খুন করেছে, বাট রাষ্ট্র সেটা করেনা, আর অনেক রকম গুজন ছড়ানো হয় ভিকটিম এর, এভাবে খুনটা বৈধ করা হয়, সাগর রুনির সময় বলেছে বেড রুমে খুন হলে রাষ্ট্র কিছু করতে পারবেনা বাট তনু বেডরুমে খুন হয়নি, দেখা যাক এটার কি হয়
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯
নেক্সাস বলেছেন: ইসুপ্রিয় জাতি ইসুতেই থাকি
ইসুতেই পরম সুখ
হাভাগীটার ময়না তদন্ত
দেখেনা আলোর মুখ।
জাতি একখান আমরা।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩
বাকপ্রবাস বলেছেন: হ, নতুন আসলে পুরোনো ভাতে মরে, মাগার ইস্যু হলেই হলো
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬
বাংলার নেতা বলেছেন: সব মিডিয়ার চক্রান্ত! আর প্রভাবশালীদের দৌরাত্ব্যঃ খা বাবা খা, সব লুটে পুটে খা।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
বাকপ্রবাস বলেছেন: খা তবে খা
ইস্যুটা দিয়ে যা
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩২
বাংলার নেতা বলেছেন: দেখুন, বাংলাদেশ ব্যাংক এর টাকা চুরি হলো, এর একদিন পরই তনু হত্যা, এর আগেও সাগর রুনির হত্যা, শিশু রাজন হত্যা ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটেছে, কিন্ত একটার নিচে আর একট চাপা পড়ে যাচ্ছে। সেজন্য এগুলো নিয়ে কথা বলা মানেই নিজের বিপদ ডেকে আনা। কারণ প্রশাসন, মিডিয়া ইত্যাদি সব এখন ক্ষমতশীনদের হাতে। তাই কিছুতেই কিছু হবে না। অতএব নিশ্চুপ থাকাই শ্রেয়।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮
বাকপ্রবাস বলেছেন: বাংলার নেতা হয়ে কি শুনাইলেন ভাই
তাহলে আমরা আমজনতা যাবো কোথায়?
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নিজেদের চারপাশটা নিজেদের কাছেই অদ্ভুত লাগে।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮
বাকপ্রবাস বলেছেন: এজন্যইতো রাজপুত্র দিশেহারা
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১
বাংলার নেতা বলেছেন: সব নেতারা এখন লেজ গুটিয়ে বসে আছে, আর আম জনতা খাবি খাচ্ছে!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯
বাকপ্রবাস বলেছেন: যত খাবে ততো খাওয়াবে, মুখটা তাই বন্ধ করতে হবে
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬
নকীব কম্পিউটার বলেছেন: -
-
-
-
কেমন আছেন বাকপ্রবাস ভাই
অনেক দিন হয় দেখা নাই।
এসবি হারিয়ে মোরা টুডের বাড়ি যাই
বারবার ঠিকানা বদলানোতে কোন মজা নাই।
সামুতে এসে এখন আপনার দেখা পাই
আপনি দেখি নিয়মিত লিখে যাচ্ছেন ভাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯
বাকপ্রবাস বলেছেন: টুডেতে আছি এখানেও তায়
দুইখানে একই লিকা পোষ্ট মেরে যাই
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ইস্যু নিয়েই ত চলছে রাজনীতি,
ইস্যু নিয়েই ত বঙদেশ!!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৮
বাকপ্রবাস বলেছেন: চলছে যেমন
চলছে তেমন
আহা বেশ বেশ
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
বিজন রয় বলেছেন: অদ্ভূত।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২১
বাকপ্রবাস বলেছেন: সেটা আবার কোন ভূত!!!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮
বার্তা বাহক বলেছেন: সাগর-রুনি বা অন্যান্য চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মত ক'দিন পর হাওয়ায় মিলিয়ে যাবে না তো?