নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- শুয়োরকে শুয়োর বলতে চাই

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০


কোথাও রাজনীতির গন্ধ পেলে আগের মতো আর বুকে টেনে নিইনা, এড়িয়ে চলি। তবে এটা রাজনীতি নয়, আমার গ্রাম বাঁশখালী, এখানে চালানো হয়েছে গণহত্যা। নিরব থাকা গেলনা। এখানে রাজনীতি নেই, মানুষগুলো তাদের জমিন আকড়ে ধরতে চেয়েছিল। পারেনি। ইষ্টইন্ডিয়া কোম্পানীর আদলে আসল এসআলম আর সরকার কোন আদলে আসলো সেটা বলতে ভয় আছে। আমরা সবাই আতংকে আছি চলতে বলতে।

রিজার্ভ থেকে নিজামী, কাজ হলোনা। আসলো তনু। কাজ অনেকটা গুটিয়ে আনা গেছে। টাকা ফেরত আসবে এমন বার্তা দিয়ে সবাইকে আশান্বিতও করা হচ্ছে। বিচার চাওয়ার অধীকার অবশ্য কারো নেই কারন ভোট দিয়েতো আর সরকার আনা হয়নি। এই গণহত্যাটা প্রয়োজন ছিলোনা। সবাইতো ধীরে শান্ত হয়ে আসছিল তবুও কেন পাখীর মতো মারতে হলো নীরিহ মানুষগুলোকে।

জানিনা পরিবেশবাদীরা এখানে লাশের গন্ধ পায় কিনা, জানিনা শাহবাগে মোমবাঁতি জ্বলবে কিনা, জানিনা বিশদল জানাজা পড়াবে কিনা, জানিনা আর কতো রক্তক্ষরণ হলে শান্ত হবে এই ভূমি।

রাজনীতির কথা উঠলেই সবাই ছি ছি করে। আমিও করছি। এটা রাজনীতি নয়, এটা নিরীহ মানুষগুলোর দু'বেলা ভাতের অধীকার, তাদের জমি আকড়ে ধরে রাখার অধীকার। এটা পরিবেশ রক্ষার অধীকার, এটা বেঁচে থাকার অধীকার, এটা মত প্রকাশের অধীকার, এটা বাকস্বাধীনতার অধীকার, এটা শুয়োরকে শুয়োর বলার অধীকার।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫

বন্দি কন্ঠস্বর বলেছেন: 'আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরীব-দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে'।বঙ্গবন্ধু।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৯

বাকপ্রবাস বলেছেন: অন্ধ সরকার, কাউকে ভয় করেনা, সম্মান করেনা, পরিণতিও নিশ্চয় ভালো হবেনা

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

মোঃ আবুল হোসেন (হাবিব) বলেছেন: শুয়োরকে শুয়োর বলতে চাই...আমিও, একবার নয়, দুবার নয়, হাজার বার, লাখবার। সম্ভব হলে শুয়োরদের মুখে থুতু ছিটিয়ে। শুয়োর, শুয়োর, শুয়োর, শুয়োর....
বলতে বলতে মুখ থেকে লালা ঝরুক, ফেনা উঠূক। তবু শুয়োরকে শুয়োর বলতে চাই। শুয়োর.....son of bithc.
আপনার/ আপনাদের প্রতি সহানুভুতি আর এই বলার থেকে বেশি কিইবা করতে পারি, কিইবা করার আছে ....।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৪

বাকপ্রবাস বলেছেন: এমন গণতন্ত্র চর্চা হচ্ছে দেশে, চলতে ফিরতে ভয় ভয় ভয়

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: জানিনা পরিবেশবাদীরা এখানে লাশের গন্ধ পায় কিনা, জানিনা শাহবাগে মোমবাঁতি জ্বলবে কিনা, জানিনা বিশদল জানাজা পড়াবে কিনা, জানিনা আর কতো রক্তক্ষরণ হলে শান্ত হবে এই ভূমি।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৫

বাকপ্রবাস বলেছেন: প্রশ্নটা সহজ উত্তর আছে জানা
তবুর সরকার বুঝবেনা রাতকানা

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

এন.এ.আনসারী বলেছেন: খুবই মর্মান্তিক ছিল কালকের ঘটনা। বাংলাদেশের পুলিশ কি আইএস এর রুপ ধারন করেছে??

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৬

বাকপ্রবাস বলেছেন: বৃক্ষের শিকড় নেই তাই ছায়াকেই ভয় পায় আর গুলি চালায়

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯

বিজন রয় বলেছেন: শুয়োরকে শুয়োর বলুন। সেই সাথে মানুষকেও শুয়োর বলুন।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৮

বাকপ্রবাস বলেছেন: ভাবছি শুয়োর এর প্রতি অবিচার করা হচ্ছে কিনা

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: শুয়োর নাকি অনেক দামী প্রানী- বাঙাল বুঝল না।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১০

বাকপ্রবাস বলেছেন: তা অবশ্য ঠিক, অন্তত বাঙ্গালীর চেয়ে দামি, শুয়োরকে অযথা গুম খুুন হতে হয়না

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫

মানবী বলেছেন: নৃশংস, নির্মম!

একটি দেশের সাধারন মানুষের জীবন কতোখানি তুচ্ছ ও মূল্যহীন মনে করলে এধরনের ঘৃন্য হত্যাযজ্ঞ চালানো সম্ভব!!!!
ঘৃনা সেসব নরপশুদের প্রতি যারা এই নির্মমতা ঘটিয়েছে।


নির্মম বাস্তব হলেও এধরনের নৃশংসতার ছবি প্রথম পাতায় দেখা যায় এমন ভাবে পোস্ট না করে পোস্টের মাঝে দেয়া যৌক্তিক মনে হয়।

পোস্টের জন্য ধন্যবাদ।

এই নরপশুদের দ্রুত বিচারের দাবী জানাই।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৪

বাকপ্রবাস বলেছেন: পরামর্শ এর জন্য ধন্যবাদ, ছবিটা না দেখালেতো বুঝানো যাবেনা কতো নির্মম একটা সরকার

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

রুপম হাছান বলেছেন: বিজন রয় এর সাথে আমিও একমত। শুয়োর কে শুয়োর বলুন তারপরেও কথা থাকে যেসকল মানুষের কর্মকান্ড ঐসকল শুয়োরের ন্যায় তাদেরকেও আপনি/আপনারা জোর গলায় বলুন-শুয়োরের বাচ্ছা।

অন্যদিকে লেখকের সাথে সহমত প্রকাশ করে বলছি- এই দেশে একের পর এক ঘটনা ঘটতেছে আর তদন্ত হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে-প্রতিটি ঘটনা ঘটার পূর্বেই নতুন আরেকটি ঘটনার জম্ম হয়ে যাচ্ছে! নিশ্চয় এদের পেছনে ওপর থেকে নীচ পর্যন্ত হাত থাকে বলে মনে হয়। যার ফলশ্রুতিতে কোনো অপরাধেরই সঠিক তদন্ত সাপেক্ষে বিচার হয় না। আজ অব্দি হয় নি! বলা যায় এটা রাষ্ট্রের আইনের শাসনের দুর্বলতার ঘাটতির কারনেই ঘটে চলছে।

তথাপি হাবিব ভায়ের সাথে সুর মিলিয়ে বলছি-
এই হৃদয় বিদারক ঘটনার ব্যাপারে সত্যিই আমরা নির্বাক। সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৬

বাকপ্রবাস বলেছেন: এবং আপনার সাথেও একমত, আমরা গণতন্ত্র চর্চা করছিনা, এখানে গণতন্ত্র খুঁজতে ধান বাঁচতে গা উজাড় অবস্থা। আমাদের বোধদয় হোক সেই প্রত্যাশা রইল

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

লা-তাহ্‌যান বলেছেন: কি বলেন ভাই এসব!! মামলা হবে কিন্তু !!

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৭

বাকপ্রবাস বলেছেন: হুম ভয়তো থাকেই, আজকে একটা কবিতার একটা শব্দ লিখে আবার চেন্জ করে দিলাম, ভয় হয়েছিল রাষ্ট্রদ্রোহ মামলা হয় কিনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.