নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন আলো চাইনারে মা
যে আলো জমিন খায়
যে জমিনে মোটেমজুর
খেয়েপরে বাঁচতে চায়।
কেমন আলো দেখালি মা
বুলেট বিধে ঝাঝরা বুক
লাশের বলি দিয়েই বুঝি
কয়লা বিদ্যুৎ আনবে সুখ।
ঢের হয়েছে রাখনারে মা
উন্নয়নের সূচক থাক
একটা লাশ পড়লে আবার
লড়াই হবে শুনে রাখ।
জানিরে মা আমরা সবাই
তোরই সন্তান রাম রহিম
ভাবিসনে মা সেই ছেলেদের
হয় যদি কেউ শেখ জালিম।
আমরাও মা সব জানি
কোন রোগের কোন টিকা
পাগলা ঘোড়া খেপলেরে মা
পিষবে খুড়ায় চামচিকা।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৫
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭
মারুফ তারেক বলেছেন: যেন মৃত্যু আসে ধীরে
হত্যা করা হল কৃষকে
মারা গেল কতজন- সংখ্যা
আমরা মানুষ নই-
আমর রাষ্ট্র- আমরা পুলিশ- আমরা সরকার- আমরা হত্যাকারী- আমরা চোর- আমরা ধর্ষণকারী- আমরা মা আমরা।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৬
বাকপ্রবাস বলেছেন: একাত্তরে স্বাধীন হওয়া দেশটা নিজেই নিজেকে অপমান করছে প্রতিনিয়ত
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩
বিজন রয় বলেছেন: চারিদিকে অন্ধকার।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৭
বাকপ্রবাস বলেছেন: কেউকি নেই রুধিবার!!
৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভাল্লাগলো খুব, ++
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০১
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন আব্দুল্লাহ তুহিন ভাই
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০
প্রবঞ্চিত যুবক বলেছেন: অসাধারণ লেখনী