নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- সিলিং ফ্যান

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২



বুলেটের আঘাতে কেঁদে দিল সুমনা
শরীরটা কচলে বলে প্রেম ছিলনা।
দেনা পাওনা যা ছিল হিসাবের খাতাতে
আসমানটা ভেঙ্গে পড়ে সুমনার মাথাতে।

মাথাটা ঘুরে তবু সিলিং ফ্যান ঘুরেনা
ওড়নাটা পেলে সে দূরে ঠেলে ছুড়েনা।
চিরকুটে শেষ লেখা ভালো থেকো দুনিয়া
সুমনার প্রস্থানে বুলেটের মুনিয়া।


কতো পাখী আসে যায় বুলেটের নিশানা
ঠিকঠিক খুঁজে নেয় শরীরের ঠিকানা।
কেউ যখন ধরেনা ছেড়ে দেয়া হাতটা
কেউ নেই কাছে তবু আছে সিলিং ফ্যানটা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

রাজসোহান বলেছেন: শরীরটা কচলে বলে প্রেম ছিলনা

এই লাইনটা দূর্দান্ত হয়েছে। কবিতায় প্লাস!

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন কিন্তু

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

ভবোঘুরে বাউল বলেছেন: অসাধারণ লিখেছেন দাদা।+++

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০২

বাকপ্রবাস বলেছেন: ভবোঘুরে বাউল
ঘুরে কি মজা পায়!
থাক তবে সে কথা
ধন্যবাদ হাজারটা

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯

ভবোঘুরে বাউল বলেছেন: ঘুরেই তো মজা। আর যদি সে হয় ভবঘুরে তাহলে তো আর কথাই নেই! মজায় মজা! আপনাকেও ধন্যবাদ! :P

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: চমৎকার ফ্যানের ছড়া।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ বড়ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.