নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্ডামারার লাশগুলো খেয়ে নিল সামাদে
জীবনটা দিয়ে সে ইস্যু হলো চাপা দে।
এভাবেই একে একে চাপা পড়ে যায় সব
ঘুম ভেঙ্গে জেগে রোজ ইস্যুরই উৎসব।
তনু বলি দিয়ে গেল রিজার্ভের লুটটা
ক্রিকেটের ডামাঢোলে ইউপির ভোটটা।
লাশের মিছিল গেছে তবু ইস্যুতো হলোনা
বাশঁখালীর বোকারা জমি লিখে দিলনা।
কয়লার বিদ্যুতে আলোকিত দেশটা
আঁধারটা গুছে দেবে সরকারের চেষ্টা
মিছে কেন গোলমাল পরিবেশ নষ্ট
উন্নয়নে বাঁধা পেলে এসআলম কষ্ট।
আজকের ইস্যু কেউ কাল মনে রাখেনা
নতুন ইস্যু পেলে আর পুরোনোটা থাকেনা।
ইস্যুপ্রিয় জাতীটার ইস্যুটাই মুখ্য
ইস্যু ছাড়া মন মরা বাড়ে মনোদুঃখ।
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭
বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ কম্পিউটার ভাই
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২
রাজসোহান বলেছেন: সমসাময়িক কবিতা, দারুণ!
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন কিন্তু
৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪
মুসাফির নামা বলেছেন: ভাল লাগল।
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮
নকীব কম্পিউটার বলেছেন: নাইস , প্রবাসী ভাই।