নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলিশ খোঁজে মিঠা পানি
নোনা জলে বাস
সেই পানিতে ডিম দিলে
হবে সর্বনাশ।
পাহাড় কাঁদলে ঝর্ণা হয়
সেই ঝর্ণায় নদী
নদী বলে যাচ্ছি চলে
সাগর মিলে যদি।
সাগর নদীর সঙ্গমে
নোনা মিঠায় মিল
সেই পানিতে ইলিশ মাছে
পোড়ায় মনের দিল।
দু'কদম সামনে গেলে
মিঠা পানির বাস
ডিমটা যেই ছাড়তে গেলো
লাগল গলায় ফাঁস।
জালে জালে পড়ল ধরা
সেই ইলিশের ঝাঁক
বৈশাখ মাসে হাজার টাকায়
মহাজনের হাঁক।
ছয় হাজারে জোড়ায় জোড়ায়
কিনল জনে জন
পানতা ভাতে ইলিশ মেখে
বর্ষ উদযাপন।
মঙ্গল যাত্রায় আলতা পায়ে
লাট সাহেবের ঝি
সেই ইলিশের ঢেকুর তুলে
হইল উদাসী।
ইলিশ ভাবে রাজ কপাল
সেতো আমার বটে
কতো কান্ড আমায় নিয়ে
এই বাংলায় ঘটে।
১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ বড়ভাই
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর।
১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
বার্ণিক বলেছেন: চৈত্রে আর বৈশাখে ইলিশ বিক্রি চলবে না চলবে না । আসুন আওয়াজ তুলি।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩
বাকপ্রবাস বলেছেন: সামাজিক সচেতনতা প্রয়োজন, বাড়িতি বিলাশ এর সংস্কৃতিকে না বলতে হবে, সেটা সব ক্ষেত্রেই
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
হাফিজ বিন শামসী বলেছেন: হায়রে ইলিশ, তোমার মত ভাগ্য নিয়ে ক'জন জন্মায়?
সাগর থেকে মোহনা হয়ে লাট সাহেবের ঝিয়ের পেটে।
ধন্যবাদ ইলিশ চক্র ছড়ার জন্য।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বড় ভাই, চক্রটা খুব সুন্দর বিশ্লেষণ করেছেন
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
হাফিজ বিন শামসী বলেছেন: বার্ণিক ভাই, এ রকম সর্বনাশী শ্লোগান দেয়া চলবেনা চলবেনা।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হা দিলেও কেউ কিছু বলবেনা বলবেনা
তবুও ইলিশ ছাড়বেনা
৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫
খালি বালতিফারখালি বালতি বলেছেন: মির্জা বাড়ির বউড়া নামে এক বেশরম মাল্টির কারণে বেলের শরবত, শরণার্থী, আখের রস তিনটা নিক ব্যান হয়েছে আমার। তবুও আমি অগ্নিসারথির হয়ে চিকা মারা থামাব না। এখনকার অবস্হা দেখেন
জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
ইস্টিশন ব্লগঃ ১৯৫
প্রবীর বিধানের ব্লগঃ ৬১
ইতুর ব্লগঃ ৩২
আপনাদের বুঝা উচিত আপনাদের কম ভোট দেয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। জার্মান প্রবাসে ওয়েব সাইটটি টাকা দিয়ে ইন্টারনেটে ভোট কিনছে, ওদের প্রতিযোগিতা থেকে বহিঃস্কার করা উচিত। জার্মান প্রবাসে ব্লগ জার্মানীতে একটা চাকচিক্যময় জীবনের প্রতি ইঙ্গিত দিয়ে চলা ব্যবসায়ি এজেন্সি ছাড়া কিছু না। সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার। সেখানে আমার ভরষা শুধু নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট টি যেখানে বন্ধু মাত্র ১০২৪ জন। আর কিছু সহব্লগার।
মাননীয় জুরি বোর্ডের প্রতি আমার আকুল আবেদন, শুধু আমাকে আর ইতুর ব্লগকে বিবেচনা করতে, বাকিরা সব কয়টা ভন্ড। একজন ব্লগার শুধু ব্যাক্তি তথা ইউজার একজন আর একটি ব্লগ হল কয়েক হাজার ব্লগারের সমন্বিত রুপ। আর বিষয়টা যেহেতু যোগ্যতার চেয়ে যোগাযোগের এর সেহেতু আমাকে জয়যুক্ত করা হোউক। একজন ব্লগার কখনোই পুরো একটা ব্লগের প্রতিদ্বন্দ্বী হয়ে টিকে থাকতে পারেনা। আশা করি আপনারাও বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।
নববর্ষের উৎসবে যাওয়ার আগে পরে আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৪
বাকপ্রবাস বলেছেন: কি জানি বাপু ওসবতো একটু কম বুঝি
৭| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২
সনেট কবি বলেছেন: খুবই সুন্দর।
০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা জানবেন অগ্রজ
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া।