নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেপুলে হালুম বলে
খেলতে গিয়ে বাঘের খেলা
চোট লেগেছে হাতে পায়ে
ছুড়তে গিয়ে মাটির ডেলা।
রাগলো ভীষণ আসলো তেড়ে
বাপ চাচা ছেলের মা
তোমার ছেলে পাজি বজ্জাত
শাসন করতে পারো না?
কোমরে খিচে শাড়ির কাছা
জবাব ছুড়ে ও বাড়ি
নিজের ছেলে সামলে রাখো
আসে কেন এ বাড়ি।
চুলোচুলি হাতাহাতি
লাগল যখন দু'বাড়ি
ওদিক দেখো সেই ছেলেরাই
মগ্ন খেলায় ধুল ঝাড়ি।
১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন
২| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা এমনি হয়। গ্রামে বাচ্চাদের নিয়ে মায়েদের ঝগড়া শুরু হয় আর বাচ্চারা ঠিকই একসাথে খেলা শুরু করে।
ভালো লেগেছে ছড়াটা।
২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১
বাকপ্রবাস বলেছেন: বিখ্যাত এক হিন্দি সাহিত্যিক এর গল্প অবলম্বনে, সম্ববত উনার নাম মুন্সী প্রেম চাঁদ, অনেক আগে একটা বাংলা অনুদিত গল্প পড়েছিলাম, সেটা দিয়ে ছড়া করা হল।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১
আকরাম এইচ রাফি বলেছেন: ভালো