নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানলার গ্রীল ধরে চেয়ে থাকে ময়না
ভাব নিয়ে বসে থাকে কথাও কয়না।
সকাল আটটায় যাই রোজ অপিসে
ফিরি সেই সন্ধ্যায় তাকিয়ে থাকে সে।
দেখেও দেখিনা না দেখার ভান করে
রোদটায় দেখি রোজ জানলার ঠিক পরে।
ময়নার চোখ স্থির নড়েনাতো পাপড়ি
ভাবটাই যেন মোর কি গরম বাপরি।
কৌতুহল ছিল তায় ছুটি নিয়ে দুপুরে
মাথাটা ধরেছে অজুহাত দিই ছুড়ে।
তখনো ময়না তাকিয়ে আছে সে
যেন কার অপেক্ষায় যায় দিন গুনে যে।
কি তার নামটা দিয়েছিতো ময়না
পরিচয় জানতে তর আর সয়না।
খোঁজ নিয়ে জানতেই বাড়ে আরো দ্বন্দ
চোখে সে দেখেনা জন্মের অন্ধ।
রোজ তায় জানলায় খোঁজে তার বিশ্ব
আলোআঁধার তার কাছে সবইতো নিশ্ব।
©somewhere in net ltd.