নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কথাটি হয়নি বলা
বলব বলে পথ চলা।
হঠাৎ কি যেন ভেবে
ইচ্ছেটাকে দিলাম দেবে।
-
থাকনা পড়ে সে কথা
যাকনা চলে যে যথা।
চললাম তাই অন্যপথে
অন্য ভেবে অন্য মতে।
-
যেতে যেতে অনেক দূর
অনেক গান অনেক সূর।
গাইতে গাইতে গহীন বনে
সে কথাটাই পড়ল মনে।
-
জোর করে ভুলতে গিয়ে
উল্টো যেন রাখা জিইয়ে।
এখনকি আর শুনবে কেউ
কিসের ঠেকায় গুনবে ঢেউ।
-
সেই কথাটা হয়নি বলা
সে পথে আর হয়নি চলা।
তুচ্ছ ভেবে এড়িয়ে যাওয়া
সেই পালেই উজান হাওয়া।
-
কি আর হতো দিতাম বলে
এড়িযে যেতো কথার ছলে।
কিংবা হয়তো রেগেমেগে
আসি বলে যেতো বেগে।
-
ভাবনার জালে নিজকে ঘিরে
সেই কথাটাই আসে ফিরে।
সে কথাটাই পথের কাটা
জোয়ার হয়ে টানছে ভাটা।
-
জ্বলছি আজও বিষম জ্বালা
না বলাটাই বিষের মালা।
কেউ জানেনা কোন মতে
পুষছি মনে কবে হতে।
-
জীবন তবু যায়না থেমে
কিছু কথা থাকে ফ্রেমে।
আবছা হয়ে ধূলো জমে
ভুলতে ভুলতেই পড়ে মনে।
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৩
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২
আলোরিকা বলেছেন: কি আর হতো দিতাম বলে
এড়িযে যেতো কথার চলে।---- এড়িযে < এড়িয়ে ,চলে < ছলে
কিংবা হয়তো রেগেমেগে
আসি বলে যেতো বেগে।------ বেগে / রেগে ---------- হবে মনে হয় । সহজ - সরল অসম্ভব সুন্দর মিষ্টি একটি কবিতা ।
জোর করে ভুলতে গিয়ে
উল্টো যেন রাখা জিইয়ে।
এখনকি আর শুনবে কেউ
কিসের ঠেকায় গুনবে ঢেউ। ----- ভাল লেগেছে
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩১
বাকপ্রবাস বলেছেন: ভীষণ ধন্যবাদ নেবেন
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪
কালনী নদী বলেছেন: যেতে যেতে অনেক দূর
অনেক গান অনেক সূর।
গাইতে গাইতে গহীন বনে
সে কথাটাই পড়ল মনে।
অসাধারণ ++++