নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা পাখী রোজ সকালে
শুনিয়ে যেত গান
আজকে পাখী আর এলোনা
অপেক্ষায় ছিলাম।
-
জানলার কাছে গাছের ডালে
পাতার ফাঁকে বসে
একলা একা সেই পাখীটা
গাইতো মধুর রসে।
-
আজ এলোনা কাল এলোনা
পরশু যদি আসে
জানলার কাছে মনটা আমার
আশংকাতে ভাসে।
-
তবে কি সে সঙ্গী পেল
গানের তবে ছুটি
অন্য কোথাও গাছের ডালে
করছে খুনসুটি!
২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন এবং নদীর কুল কুল বয়ে যাক সেই প্রত্যাশা
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
বুরহানউদ্দীন শামস বলেছেন: ভালো লাগল কবিতা ।
অপেক্ষার অবসান হোক ।
শুভকামনা ।
২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
কালনী নদী বলেছেন: আজ এলোনা কাল এলোনা
পরশু যদি আসে
জানলার কাছে মনটা আমার
আশংকাতে ভাসে। আপনার অপেক্ষার প্রহরের অবসান হোক! সুন্দর কবিতা +