নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা ভালোবেসো কবিকে নয়
সংসার করে দেখো কি'যে বিষময়।
ভেবেভেবে রাতদিন থাকে সে ঘোরে
সারারাত পায়চারী উঠেনাতো ভোরে।
-
অভাবটা লেগে থাকে ধার বারোমাস
স্বভাবটা ভালো তবে কবিতার দাস।
চালডাল চুলোয় যাক পেটে গেলে ভাত
দু'লাইন ভাব আসে তাতে বাজিমাত।
-
কোথা হতে তেলনুন বাজারটা আসে
কিভাবে দিনমাস ঘুরে বারোমাসে।
কবিদর বউ বোঝে কবিতার স্বাদ
তিতামিঠা টকঝাল হরিষে বিষাদ।
২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন ছেড়া বস্তা
২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২
রাবেয়া রাহীম বলেছেন: কবিদর বউ বোঝে কবিতার স্বাদ
তিতামিঠা টকঝাল হরিষে বিষাদ।
খুব সত্যি কথা ।
২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
বাকপ্রবাস বলেছেন: হা হা হা যে পড়ে এই ফাঁদে সেই বুঝে
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০
ছেড়া বস্তা বলেছেন: স্বভাবটা ভালো তবে কবিতার দাস। ভালো লাগলো।