নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখে থাকতে কে না চায়
দুঃখ তবু ভর করে
দূরে ঠেলি কাছে আসে
যতই রাখি পর করে।
-
দুঃখটাকে নিলাম টেনে
এতই যখন মনঘেষা
সুখ বলে যায় তবে
দুঃখটাই হোক নেশা।
-
দুঃখের মাঝেই সুখযে পাই
দুটোই থাকে একঘরে
মিছে কেন দূরে ঠেলা
নিলাম দু'জন এককরে।
©somewhere in net ltd.