নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরমে আর যায়কি টেকা
বাঘ মামা ঘামছিল
ভাগনে শেয়ালের বুদ্ধিতে
চামড়া খুলে ঘুম দিল।
তালপাতার পাখা নেড়ে
ভালুকটাও যাচ্ছিল
বাঘটাকে বন্ধু ভেবে
দুই গালে দুই চুম দিল।
কোন শালারে ঘুমিয়ে আছে
চেনা চেনা লাগছিল
বানর এসে লেজটা ধরে
হেচকা এক টান দিল।
গর্জে ওঠে বাঘ মামা
চামড়া কোথায় খুঁজছিল
বাঘের চামড়া কাঁধে ঝুলে
শেয়াল বনে ঘুরছিল।
একদিনের রাজা হবে
ভাগনের খুব শখ ছিল
ভুল হয়েছে মাফ করে দাও
থরথর কাঁপছিল।
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন নতুন গেম
২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২১
কালনী নদী বলেছেন: বনের রাজাকে উপেক্ষা করে শেয়ালকে নিয়ে ছড়া- ভালো লাগল।
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬
বাকপ্রবাস বলেছেন: বাংলা সাহিত্য শেয়াল চরিত্রটা সবসময় মজার
৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
দারুন হয়েছে, খুবই মজা পাইছি ছড়াটা পরে। পোষ্টে পিলাচ। তয় আমার কাছে বানর চরিত্রটা বেশি ভাল লাগে। মানুষকে বিনোদিত করার অসাধারণ ক্ষমতা এই প্রানীটির।
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪
বাকপ্রবাস বলেছেন: ঠিকই বলেছেন, বানর মানেই হাসি, বাঁদরামি মানেই মজা। খুবই ধন্যবাদ জানবেন ভাইযান
৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮
দেবজ্যোতিকাজল বলেছেন:
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫
বাকপ্রবাস বলেছেন: সুন্দর কমেন্ট, বনের পরিবেশ বিরাজ করছে। ধন্যবাদ
৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯
অগ্নি সারথি বলেছেন: বেশ!
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদটা রইল খুব করে
৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮
পূবাল হাওয়া বলেছেন: হাসি এলেও হাসতে পারছিনা বলে দুঃখিত। কিছু মানুষরূপি শেয়াল আছে যারা নিজেদের বাঘ ভাবে। খুব সিগ্রই এক মানুষরূপী চালাক এক শিয়ালের সাথে পরিচয় করিয়ে দিবো খুব শিগ্রই। দোয়া রাখবেন।
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫
বাকপ্রবাস বলেছেন: অপেক্ষার দিন গুনি
৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: গল্পটা উপভোগ করলাম।
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন খুব করে
৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৮
প্রামানিক বলেছেন: দারুণ দারুণ ছড়া। ধন্যবাদ
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ বড়ভাই
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
নতুন গেম বলেছেন: ভালো হয়েছে ।