নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের ছাদে ভোর রোদ ছিল
সেলোয়ার কামিজটা দোলছিল।
রেলিংয়ে বসে কাক ভাবছিল
ভাবনায় কিজানি কি চালছিল।
-
আকাশে কিছু মেঘ ভাসছিল
মেঘগুলো ধীরে জমাট বাঁধছিল।
যেন তার ঝগড়ার শখ ছিল
গুড়গাড় গর্জনের ভাব ছিল।
-
আমাদের চালের টিন তাপছিল
বৃষ্টিটা আসি আসি ভাবছিল।
হাওয়াটা ঘুরে বেশ যাচ্ছিল
গরমের ভাবটাও কাটছিল।
-
রোদটাও যাবে যাবে চাইছিল
সেলোয়ার কামিজটা ভিজছিল।
নোটবুকে সুরজিৎ গাইছিল
শুনতে বেশ ভালো লাগছিল।
-
" তুমি বৃষ্টিতে ভিজনা ঠান্ডা লেগে যাবে
পাগল হলে নাকি আমার কি হবে? "
০২ রা মে, ২০১৬ দুপুর ১২:৫১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন খুব করে কাব্য পূজারি
২| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটিও পড়তে ভাল লাগছিল
০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪৪
বাকপ্রবাস বলেছেন: কমেন্টও শুনে মন ভরছিল
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৬ দুপুর ১২:৪৮
কাব্য পূজারি বলেছেন: ভালো লেগেছে কবিতাটা। শুভ্র কামনা