![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামটা তার নাইবা বলি ধরে নাও কলি
ফুল ফোটার মুহুর্তে সে বলল এবার চলি।
যাবেই যখন কিইবা করার উড়ে গেল পাখী
হয়তো আবার আসবে ফিরে অপেক্ষাতে থাকি।
বনের পাখী উড়ে গেলে আসে কি আর ফিরে
সেই কথাটায় ভাবছি বসে একা নদীর তীরে।
পেছন হতে ডাকলো আমায় স্মৃতির ধবল পাহাড়
আমার মতো কেউতো আর নাইযে আর তাহার।
দু'জন মিলে ভাব জমালাম গেলাম আবার ফিরে
তখনো গাছে ফুল ফোটেনে আসলো কলি ধীরে।
সেই কলিটা আমার ছিল নাইতো এখন আর
জানিনাতো কার বাগানে ছড়ায় সৌরভ তার।
০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:২২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল কিন্তু
২| ০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৫২
এম এ কাশেম বলেছেন: যার বাগানে ফুল ফুটেছে সে যে এখন মালী
ফুলের পানে হাত বাড়ালে খাবে এখন গালি।
নিজ বাগানে পানি ঢেলে ফুটাও আপন কলি
সেই ফুলেরই সুবাস নিও, এখন তবে চলি।
০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:২২
বাকপ্রবাস বলেছেন: হাসতে হাসতে শেষ, দারুণ কমেন্ট
৩| ০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুন্দর!
০৯ ই মে, ২০১৬ দুপুর ১:৪২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৫১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।