নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাছে গাছে ফুলে ফুলে
পাখী গায় মন খুলে
টলমল নদীর জলে
পাল তুলে নৌকা চলে
জানো নাকি কোন সে দেশে ছয় ঋতু বারো মাসে
জানি সেতো বাংলাদেশে ষড়ঋতু ঘুরে আসে।
মাঠে মাঠে ধানের শীষে
স্বপ্ন শত আছে মিশে
নবান্নের পিঠার ঘ্রাণে
পুলকিত মনে প্রাণে
জানো নাকি কোন সে দেশে ঝাঁকে ঝাঁকে পাখী আসে
জানি সেতো বাংলাদেশে শীতের পাখী বেড়ায় হাসে।
পাহাড় আছে নদী আছে
পুকুর ঝিলে ভরা মাছে
সাগরের ঢেউয়ের তালে
জেলে মাছ ধরে জালে
জানো নাকি কোন সে দেশে জলোচ্ছাসে বান ভাসে
জানি সেতো বাংলাদেশে সংগ্রামে ক্লান্তী না আসে।
খোদার দানে মুঠো ভরে
সব দিয়েছে উজাড় করে
গ্যাস কয়লা বন পাহাড়ে
শকুনিদের দৃষ্টি কাড়ে
জানো নাকি কোন সে দেশে বর্গী লুটে বন্ধু বেসে
জানি সেতো বাংলাদেশে আমাদেরই বাংলাদেশে।
©somewhere in net ltd.