নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বাড়িটা কাঠের
চৌদেয়ালে ঘেরা
মন বসেনা পাঠের
অংক কাটাছেরা।
এই বাড়িটার পাশে
আমার যাওয়া আসা
কে যেন হাসে
শুনি ভাসাভাসা।
সেই হাসিটার ফাঁদে
জড়িয়ে গেছি আর
কেনই বা সে হাসে
সেই হাসিটা কার।
১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৫
বাকপ্রবাস বলেছেন: ঠ্যঠা মফিজ নামটাও অন্যরকম সুন্দর
২| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৬
কানিজ রিনা বলেছেন: ভূতের হাসি নয়ত,
১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৪
বাকপ্রবাস বলেছেন: হতে পারে, তবে এটা উমামার নানুবাড়ী
৩| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৬
কানিজ রিনা বলেছেন: ভূতের হাসি নয়ত,
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৫
ঠ্যঠা মফিজ বলেছেন: অন্যরকম কবিতা ভালো লাগল ।