নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আমার ভাললাগেনা
কাজেকামে তাললাগেনা
খেলে মরিচ ঝাললাগেনা
জিরো শীতে শাললাগেনা।
কইতে কথা মন টানেনা
শুনতে গেলে কান মানেনা
মনটা কোথায় মন জানেনা
ছড়ায় ছন্দে ধান ভানেনা।
চোখের মাঝে ঘুম থাকেনা
ভাবছি যাকে ঠিক তাকে না
ছড়া আমায় আর ডাকেনা
তখন কথা মন রাখেনা।
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন
২| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৮
ক্যাটালিয়া বলেছেন: 'যখন আমার ভাললাগেনা
কাজেকামে তাললাগেনা
খেলে মরিচ ঝাললাগেনা'
সুপার্ব !
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭
বাকপ্রবাস বলেছেন: ভীষণ ধন্যবাদ জানবেন
৩| ০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহহ, চমৎকার!
০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন আব্দুল্লাহ তুহিন ভাই
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৫
রিপি বলেছেন: আরেহ বাহ। অনেক সুন্দর করে ছন্দ মিলিয়েছেন। ভালো লেগেছে।