নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- কাকাবাবু

১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:১৭

ঘটনা ঘটে যায় রটনায় রটে
গুজবে কান দিয়ে যেওনাতো চটে।
হাটে হাড়ি ভাঙ্গে যদি দেখে নিও তবে
ঘটনার আড়ালে রটনায় হবে।
কাকাবাবু ভয়ে মরে যদি আছে ঝুলে
ভিটাবাড়ি ছাড়া হলে যাবে কোন কুলে!
ওপারে দেখা যায় মোদিবাবুর ঘর
ভরসার কুড়েঘর যদি ওঠে ঝড়।

দুই'পা দুই বাড়ি কাকাবাবু হাঁটে
তরীখানা বাঁধা আছে নদীরও ঘাটে।
ঘটনা রটনায় দেখে নিও তবে
দুই তীরে দুই বাড়ী কাকাবাবুর হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাকপ্রবাস সাহেব... ভালোলাগা রেখে গেলুম।

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৪

বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ জানবেন

২| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: আপনার ব্লগে অনেক দিন আসা হয় নি।

কেমন আছে?

কবিতায় +++++

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৮

বাকপ্রবাস বলেছেন: আমারও অনেকদিন লেখা হয়না, আইডি ওপেন করতে পারছিলামনা, পরে জানতে পারলাম পাসওয়ার্ড চেন্জ করতে হবে, করার জন্য আবেদন করে আরে বিপত্তি, যে ইমেইল দিয়ে আইডি ওপেন করা হয়েছে সেটা হ্যাক হয়ে গেছে অনেক আগেই, তায় মডারেশনকে রিকোয়েস্ট করে ইয়াহু আইডি চেন্জ করে তারপর আবার ব্লগে আসা হল। সব মিলে তালগোল আরকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.