| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পার ঘুম পায় যখন সে পড়াতে
চুলে পিঠে চুলকায় নেই মন ছড়াতে। 
ঢুলে ঢুলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে
অন্য পা গেল কোথা ভাবে পড়া ছাড়িয়ে। 
এক পায়ে দাঁড়ায় সে অন্য পা তুলে
বইটা হাতে নিয়ে পড়ে মন খুলে। 
তাল গাছ দেখে যাও টুম্পাও পারে
এক পায়ে দাঁড়িয়ে আরেক পা নাড়ে। 
মা এসে বকে দেয়, কি'যে করি তোকে
ঘুমটাও আসে আবার টুম্পার চোখে।
 
১৫ ই জুন, ২০১৬  বিকাল ৩:১৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন ভাইযান
২| 
১৫ ই জুন, ২০১৬  বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে খুব
 
১৫ ই জুন, ২০১৬  বিকাল ৩:২১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন আপু
৩| 
১৫ ই জুন, ২০১৬  বিকাল ৩:২০
আহলান বলেছেন: ম্যগনিফিসেন্ট শট!! ![]()
 
১৫ ই জুন, ২০১৬  বিকাল ৩:২২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল খুব করে
৪| 
১৫ ই জুন, ২০১৬  বিকাল ৫:৩১
কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ.....!
দারুন প্রকাশ........!
ভালো লাগলো। এগিয়ে যন, শুভকামনা
 
১৫ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৮
বাকপ্রবাস বলেছেন: খুুবই ধন্যবাদ নেবেন কবি ভাই
৫| 
১৫ ই জুন, ২০১৬  রাত ৯:১৬
খন্দকার আঃ মোমিন বলেছেন: ঢুলে ঢুলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে
অন্য পা গেল কোথা ভাবে পড়া ছাড়িয়ে। [/sb
হা হা খুব ভালো লিখলেন ।
 
১৭ ই জুন, ২০১৬  রাত ১১:০১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৬  বিকাল ৩:০৫
অংকুর জেসফি বলেছেন: বাহ বাহ !!