নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

=-=-=- ফলাফেল=-=-=-=

১৭ ই জুন, ২০১৬ রাত ১০:৩৯



ফলাফেল সেন্ডু্ইচ আমার খুব পছন্দের। অনেকবার ভেবেছিলাম বানাবো কিন্তু সাহস করতে পারিনি। পরে দেখলাম এটা খুব সহজ। আজ প্রথমবার বানালাম এবং আমি তৃপ্ত। ভালো হয়েছে খেতে। আজকে শুধু ফলাফেল বানালাম যেটা রুটি/খবুজ এর সাথে দিয়ে সেন্ডুইচ বানানো হয়।

এটাকে পেয়াজুর বিকল্প হিসেবে ব্যাবহার করা যেতে পারে।পেয়াজুতে বুটের ডাল ব্যবহার হয় যেটা খাওয়ার পর পেটে গুড়ুর গাড়ুর শব্দ হবার সম্ভবনা থাকে, ফলাফেলে সেটা হবার চান্স নাই। কারন এখানে সাদা চনাবুট ব্যাবহার করা হয়। আসুন দেখে নিই কি কি লাগবে উপকরণগুলো।

Falafel
1 cup soaked chick peas
1/2 cup parsley
1/4 cup corriander
1 medium onion mince
3 garlic pods
3/4 tbsp cumin
Salt to taste
1/2 tsp soda bi carb
Oil for frying

- একা কাপ সাদা চনা ভিজিয়ে রাখুন রাতে যদি সকালে বানাতে চান, সকালে ভিজিয়ে রাখুন যদি ইফতারিতে বানাতে চান।
- আধাকাপ পার্সলে, ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা, একটা মধ্যম সাইজের পেঁয়াজ, তিন/চার কোয়া রসুন, গোটা জিরা এক চা চামচ, লবণ পরিমান মতো, হাপ চা চামচ খাবার সোডা (আমি দিতে ভুুলে গেছি তবুও খেতে মন্দ হয়নি)।
- চনাসহ সবগুলো উপকরন একসাথে ব্ল্যান্ড করে ফেলুন। এখন ফুড প্রসেসর পপুলার, এটা থাকলে ব্ল্যান্ডার লাগেনা এবং কাজগুলো সহজে করা যায়, এবং ফুড প্রসেসর এর কার্য ক্ষমতা ব্ল্যান্ডার এর চাইতে বেশী থাকে।
- হাতে নিয়ে গোল চ্যাপ্টা শেইপ করে ডুবু তেলে ছেড়ে দিন। ব্যাস হয়ে গেল ফলাফিল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৬ রাত ১১:১২

মধ্য রাতের আগন্তক বলেছেন: লোভনীয় খাবারের ছবি পোস্ট করে তার উপর আবার 'খেতে দারুণ হয়েছে' জাতীয় মন্তব্য করা অন্যদের জন্য এক ধরণের মানসিক অত্যাচার । আপনার বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে মামলা করা হবে :) রেসিপি বাতলে দিয়ে লাভ নাই,বানিয়ে টানিয়ে খেতে পারবো না। যেহেতু এহেন সুস্বাদু খাবারের লোভ আপনিই দেখিয়েছেন, সেহেতু খাওয়ানোর অতিশয় পূন্য দায়িত্বও আপনাকেই নিতে হবে। কবে, কোথায় খাওয়াচ্ছেন ? বলেন.

২| ১৮ ই জুন, ২০১৬ রাত ১:১০

বাকপ্রবাস বলেছেন: মধ্য রাতের আগন্তক
খেতে হবে দিনে
তবে সেটা কিনে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.