নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- বৃক্ষ মানব

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:০১


বৃক্ষ ভাবে বৃদ্ধ হলে
দাম থাকেনা আর
নিজের কাছে নিজেই তখন
লাগে অনেক ভার।

ফুল হয়না ফল হয়না
শুকনো ডালপালা
সবাই যখন এড়িয়ে চলে
বাড়ে মনো জ্বালা।

বৃক্ষ তার ছায়ায় বসে
পথিক শুকায় ঘাম
গাইতো পাখি ডালে ডালে
পাতায় হাওয়ার গান।

সেইদিন আর নাইতো এখন
বৃক্ষটা আজ একা
সেই বৃক্ষটার খবর নিও
পথে হলে দেখা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বড় কষ্টের কবিতা।

২০ শে জুন, ২০১৬ রাত ২:২৫

বাকপ্রবাস বলেছেন: বাবার বয়েস হচ্ছে আর মনে করছেন কেউ দাম দিচ্ছেনা বাবাকে। বয়েস হলে মানুষ একা হয়ে যায়। তার উপর মা নেই।

২| ২০ শে জুন, ২০১৬ দুপুর ২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোথায় যেনো পড়েছি। আপনি ফেইসবুকে কি নামে আছেন?

খুব সুন্দর লেখা

২০ শে জুন, ২০১৬ দুপুর ২:২০

বাকপ্রবাস বলেছেন: ফেইসবুকে বাকপ্রবাস আইডিতেই ছিলাম, কিন্তু সেই আইডি ডিজএ্যবল হবার পর শুনলাম নাম নিয়ে হাংকি পাংকি হলে এমনটা হয়, তায় নিজ নামেই আছি, Syed Ahmed Habib এবং ব্রাকেটে বাকপ্রবাস লিখে রেখেছি।

৩| ২০ শে জুন, ২০১৬ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো ভাইয়াটারে আগে চিনতে পারি নাই সরি সরি সরি সরি
আমিও তো এই কবিতা আগে পড়ছি কিন্তু এখানে এলো কিভাবে

এতদিন বলেননি কেনো :)

২০ শে জুন, ২০১৬ দুপুর ২:৫১

বাকপ্রবাস বলেছেন: হা হা হা :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.