নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতরাতে সালাহউদ্দিন ভাই পোষ্ট করেছিলেন প্রথম লাইন, "রোদ উঠেছে শরীর পুড়ছে।" লিখেছেন পরের লাইনগুলো লিখতে এবং এভাবে একটা ছড়া, পদ্য বা কবিতা হতে পারে। সেই সূত্র ধরে ছড়াটা তাৎক্ষনিক লেখা।
----------------------------------------------
রোদ উঠেছে শরীর পুড়ছে
দম ছুটেছে মাথা ঘুরছে।
ঘাম ঘামছে বেয়ে নামছে
মন থমকে প্রাণ থামছে।
পা টলছে আর বলছে
পথের আগুনে মিছে জ্বলছে।
আমি হাঁটছি তবু হাঁটছি
যন্ত্রনা গুলে আবার চাটছি।
নেই পাশে কেউ নেইতো
দাহন কালের সময় এইতো।
সময় ছুটছে কেবল ছুটছে
কারো পুড়ছে কারো জুটছে।
আমি হাঁটছি আর ভাবছি
আর ঘামছি আর ঘামছি।
২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৬
বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৮
মো: অাজগর আলী বলেছেন: বাহ্ কবি বাহ
সুন্দর লাগলো
তবুও খারাপ লাগলো
তোমার কষ্টের কথা শুনে।