নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- মিছে ভয়

২৭ শে জুন, ২০১৬ রাত ১:৫৭


বিচি খেলে গাছ হয়
টুম্পামনি ভাবে
তরমুজের ফালিটা
দেখেশুনেই খাবে।

কাঠালের বিচি বড়
আমির আটি তাও
পেয়ারা খাবে যদি
বিচি বেঁছে দাও।

বিচি তবু গলে গেল
খেতে গিয়ে আতা
গাছ যদি বেড়ে ওঠে
ঠিক নেই মাথা।

একেএকে দিন গেল
বীজ ফোড়েনা আর
মিছে ভয় কর যদি
কি দাম তার।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৬ রাত ২:০০

ইকরাম উল হক বলেছেন: দারুন

২৭ শে জুন, ২০১৬ রাত ২:০৫

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ইকরাম উল হক ভাই

২| ২৭ শে জুন, ২০১৬ রাত ২:৫৬

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ B-)

২৭ শে জুন, ২০১৬ রাত ৩:১০

বাকপ্রবাস বলেছেন: কতো টেনশন ছিল বিচি খেলে গাছ হবে B-)

৩| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:১৪

সচেতনহ্যাপী বলেছেন: কোন কিছুর বচি গিলে ফেললে ভয়ে ভয়ে থাকতাম গাছ কবে বের হবে।।

২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৪০

বাকপ্রবাস বলেছেন: হুম দারুণ মজার ছিল সময়গুলো

৪| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক তাই।। নষ্টালোজিক।। তাই না??

২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:০০

বাকপ্রবাস বলেছেন: হুম, আজ হঠাৎ মনে পড়লো তরমুজ খেতে গিয়ে,

৫| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:০৮

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ এতো রাত জেগে উত্তরের জন্য।। অনেকে তো পোষ্ট দিয়ে গায়েবই হয়ে যান।।

২৭ শে জুন, ২০১৬ ভোর ৫:০৭

বাকপ্রবাস বলেছেন: :P :D :-B

৬| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৫:০৮

কালনী নদী বলেছেন: beautiful. at childhood i was also feared by that myth! hopefully that did not ever happened.

২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:২৩

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ধন্যবাদ স্যার

৭| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:১৭

সোহানী বলেছেন: হাহাহাহা ছোটবেলায় ঠিক একই ভয় পেতাম... বাট আমার ছেলে-মেয়েকে এ ভয় দিতেই পারলাম না কারন তারা প্রথমেই রেসপন্স করেছে ইজ দেয়ার এনি সয়েল অর লাইট ইন টামি???????????? বুঝেন ঠেলা !!!!!!!!!!!!!!

২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:২৩

বাকপ্রবাস বলেছেন: হা হা এতো দেখি উল্টো গাছের উপর ওঠে বসে আছে।

৮| ২৮ শে জুন, ২০১৬ ভোর ৪:২৪

snigdho বলেছেন: হিহি। তো বুঝতাম না। তাই ভয় পেতাম।

২৮ শে জুন, ২০১৬ ভোর ৬:১৮

বাকপ্রবাস বলেছেন: মোটামোটি কমন ভয়, সবাই পেয়েছে হে হে হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.