নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- বাবুল কেন আবুল হল

২৮ শে জুন, ২০১৬ ভোর ৬:২০


বাবুল যখন বাবুল ছিল
কাঁপতো ভয়ে সক্কলে
বাবুল এখন আবুল হল
কাঁপন নিজের ধক্কলে।

চোরচাট্টা জঙ্গি নিধন
এসবে তার হাতছিল
কে জানতো তার কপালে
এমন আধাঁর রাত ছিল।

স্ত্রী হত্যার দায়টা এখন
নিজের কাঁধেয় ঝুলছে বেশ
আমজনতা দেখছে খেলা
আজব সুন্দর পরিবেশ।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৬ ভোর ৬:৩৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
বাবুল যখন বাবুল ছিল
কাঁপতো ভয়ে সক্কলে
বাবুল এখন আবুল হল
কাঁপন নিজের ধক্কলে।


আহা বেশ বেশ!!

২৮ শে জুন, ২০১৬ ভোর ৬:৪৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ অশেষ

২| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৭:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সমসাময়িক বিষয়ের ওপর চমৎকার ছড়া।

ধন্যবাদ বাকপ্রবাস।

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:১৪

বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা এবং ভালোবাসা জানবেন বড়ভাই

৩| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন ছড়া।

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:১৫

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন কবি ভাই

৪| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

সুন্দর হইছে।

শুভ কামনা রইল।

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:১৭

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে।

৫| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:০১

সোহানী বলেছেন: হুম ফলোআপে আছি........

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:১১

বাকপ্রবাস বলেছেন: এদিকে বাবুল ইস্যু শেষ, নতুন ইস্যু গুলাসান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.