নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের বাজার সামনে রেখে মজুতদারের জোট ছিল
মধ্যভোগী ফড়িয়ারা গোঁফে তেল মাখছিল।
ব্যাবসায়ীরা পশরা সেঁজে ঝিকিমিকি আলোতে
একটা মাসের ব্যবসা দিয়ে বছর যাবে ভালোতে।
যার যেমন সামর্থ্য আর যার রুচিতে যা মেলে
ভোক্তা যারা নিচ্ছে কিনে বেতন বোনাস সব ঢেলে।
কিনছে বাবা, কিনছে মা, ভাইয়া কিনছে আর বোন
নিজের জন্য, পরের জন্য ভাবছে বাদ পড়ছে কোন?
মাসটা যাবে আনন্দে আর সিয়াম মানে রোজাইতো
সারাটা দিন উপোষ থেকে শ্রষ্ঠার মন খোঁজাইতো।
ভাবটা এমন আর কিছু নয় নয়তো কেহ কম জানে
এভাবেইতো চলছে এখন সিয়াম সাধন রমজানে।
২৮ শে জুন, ২০১৬ দুপুর ১:২৫
বাকপ্রবাস বলেছেন: আহলান সাহলান ইয়া মাহে রমাদান
২| ২৯ শে জুন, ২০১৬ রাত ২:০৪
সচেতনহ্যাপী বলেছেন: রোজার মূল আদর্শই অনুপস্থিত।।
২৯ শে জুন, ২০১৬ রাত ৩:৩৬
বাকপ্রবাস বলেছেন: হুম, এটাই এখন চল
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১:১৯
আহলান বলেছেন: ঠিক লিখেছেন .