নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের চাঁদ দেখবে বলে
খোকা খুকির দল
বাড়ির ছাদে খেলার মাঠে
চলছে কোলাহল।
কেউ দেখেছে চিকন সাদা
কেউ দেখেছে গোল
ঈদের চাঁদ দেখতে কেমন
লাগল গন্ডগোল।
হল্লা শেষে খবর এলো
চাঁদ উঠেনি আজ
অপেক্ষা তায় একটা দিনের
পড়লো মাথায় বাজ।
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ২:৪৩
বাকপ্রবাস বলেছেন: হুম, ধন্যবাদ জানবেন মো: অাজগর আলী ভাই
২| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৬
আমিই মিসির আলী বলেছেন:
কেউ দেখেছে চিকন সাদা
কেউ দেখেছে গোল
ঈদের চাঁদ দেখতে কেমন
লাগল গন্ডগোল।
ছেলেবেলা মনে পড়লো।
চমৎকার হইছে।
+
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ২:৪৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন আমিই মিসির আলী ভাই, এবং ঈদের শুভেচ্ছা
৩| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:২৪
সাদা মনের মানুষ বলেছেন: হাঃ হাঃ হাঃ, বেশ মজা পেলুম
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ২:৪৫
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন সাদা মনের মানুষ ভাই, এবং ঈদের অগ্রীম শুভেচ্ছা
৪| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৫
এ কে এম রেজাউল করিম বলেছেন:
কেউ দেখেছে চিকন সাদা
কেউ দেখেছে গোল
ঈদের চাঁদ দেখতে কেমন
লাগল গন্ডগোল।
হল্লা শেষে খবর এলো
চাঁদ উঠেনি আজ
অপেক্ষা তায় একটা দিনের
পড়লো মাথায় বাজ।
আজ থেকে ৪৫ বছর আগের কথা মনে করায়ে দিলেন।
কবি সাহেবের প্রতি সুভেচ্ছ রহিল।
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ২:৪৬
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন এ কে এম রেজাউ করিম ভাই, এবং ঈদের অগ্রীম শুভেচ্ছা
৫| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯
সিগনেচার নসিব বলেছেন: হল্লা শেষে খবর এলো
চাঁদ উঠেনি আজ
অপেক্ষা তায় একটা দিনের
পড়লো মাথায় বাজ।
সত্যিই ছোট বেলায় এমনই হতো
দারুন লাগল ++++
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ২:৪৭
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন সিগনেচার নসিব ভাই, এবং ঈদের অগ্রীম শুভেচ্ছা
৬| ০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১০
অতৃপ্তচোখ বলেছেন: অল্প কয়েক লাইন পড়তেই ছেলেবেলায় ফিরে গেলাম! ঠিক যেন বাল্যকালের সেই কোলাহলে আমিও লাফাচ্ছি।
খুব সুন্দর কবিতা। কবি'কে ধন্যবাদ
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ২:৪৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন অতৃপ্তচোখ ভাই, এবং ঈদের অগ্রীম শুভেচ্ছা
৭| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩২
বাকপ্রবাস বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৪২
মো: অাজগর আলী বলেছেন: একদম বাস্তোব কথা