নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে হাঙ্গামা ঠুসঠাস ঠুস
কোন দিকে যায় বলো, না পাই হুস।
গুলশান, শোলাকিয়া জঙ্গির ভয়
কেউ যেন কোথাও আর নিরাপদ নয়।
রামপালে বিদ্যুৎ সরকারি পণ
কেউ দেখে, দেখেনা কাঁদে সুন্দরবন।
মন্দিরে ভাঙচুর, পুরোহিতের ঘাড়ে
কোপাকোপি চলছে পাইকারী হারে।
কতো ইসু যায় আসে থাকেকি আর মনে
রিজার্ভ লুট চাপা গেছে তনুর সম্ভ্রমে।
গন্ডামারার খবরকি আর পত্রিকায় আসে?
বাবুল আক্তার কোণঠাসা কেউ নাই পাশে।
লিখে আর কাজ নাই জাতীয় ইস্যু
পত্রিকা পড়া হলে ছুড়ে ফেলি টিস্যু।
দেখি যা পড়ি তার ঠিক বিপরীত
মিডিয়ার সাথে চলে সরকারী পিরিত।
লিখে আর কাজ নাই পাছে আছে ভয়
চাচা আপন প্রাণ বাঁচা কেউ কারো নয়।
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বিসমিকা সরকার
২| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৭
ইকরাম উল হক বলেছেন: হা হা হা দারুন হইসে
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন ইকরাম উল হক ভাই
৩| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৪
খাইরুল মোস্তাক বলেছেন: ধন্যবাদ। ভালো লাগলো।
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০০
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন খাইরুল মোস্তাক ভাই
৪| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১১
আহমেদ জী এস বলেছেন: বাকপ্রবাস ,
বাস্তবের তিক্ত অভিজ্ঞতার ছন্দময় ছড়া,
লিখতেই হয় যে , কি আর করা ..................!!!!!!!
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা না লিখেও পারিনা, বাসা থেকে নিষেধ করে
৫| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০০
মোঃ তোফায়েল ইসলাম বলেছেন: Thanks copy delam
১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪
বাকপ্রবাস বলেছেন: জি, কোন সমস্যা নাই, ধন্যবাদ জানবেন
৬| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫২
সিগনেচার নসিব বলেছেন: সব কথা যায়না বলা
লিখে তো ঠিক জানালেন
অসংখ্য ধন্যবাদ ।
কবিতায় ভাল লাগা
১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৫
বাকপ্রবাস বলেছেন: বললেতো বলবেন বলেছি হা হা হা হা, ধন্যবাদ জানবেন কিন্তু
৭| ২২ শে জুলাই, ২০১৬ রাত ৩:২৬
সচেতনহ্যাপী বলেছেন: আমাদের বর্তমান বাস্তবতা কি ভিন্ন কথা বলছে??
একটার পর একট ইস্যু আসছেই আগেরটা ঢাকতে।।
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৬
বাকপ্রবাস বলেছেন: ইস্যু এখন ক্রিয়েট করতে হয়না, আপনা থেকেই আসে
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৮
বিসমিকা সরকার বলেছেন: ভালো লাগলো