নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিংকন করে পণ বিয়েশাদী করবনা
ঝড়তুফান যা'ই আসুক একচুল সরবনা।
মা বলে খোকাবাবু দেখ দেখ ছবিটা
দেখে তোর মনে হবে লিখি যেন কবিতা।
ছোট ভাই, বোন মিলে কতশত আবদার
পুতুলের মতো চাই চোখ-কান ভাবিটার।
দেখেও দেখেনা আড়চোখে তাকিয়ে
লিংকন চলে যায় জোরপায় হাঁকিয়ে।
বাবা এসে ধরে ঘাড়, ব্যাপারটা বল শুনি
ঝেড়েকেশে দাও দেখি আছে নাকি টুনটুনি।
লিংকন চুপচাপ কিছু তবু বলেনা
ডিজিটাল যুগে এসে লাজ পেলে চলেনা।
বুয়া এসে কিড়বিড় কি সব বলে যায়
লিংকন হাসে তবু করবেনা বিয়েটাই।
হাল ছেড়ে ঝেড়ে মুছে সকলের শুকায় ঘাম
লিংকনের মনে হলো বিয়ে করা ফরজ কাম।
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা
২| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৬
মোঃ জাফর আলম ভুইয়া বলেছেন: খুব সুন্দর ।
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন
৩| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১২
টাইম টিউনার বলেছেন: ভালো লেগেছে........
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৯
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল
৪| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অবশেষে লিংকন শুরু করে খাট কাটা;
তাতেও যে লাভ নেই,উৎসাহে পড়ে ভাটা।
২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৪
বাকপ্রবাস বলেছেন: খাট কেটে কুচি কুচি তবু কাজ হয়না
লিংকন রাগে খোভে কথা আর কয়না
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৫
SwornoLota বলেছেন: চোর পালালে বুদ্ধি বাড়ে