| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভাড়া ঘর ছেড়ে দাও ব্যচেলরে ভয়
বাড়িওয়ালা কয়।
মাথা গুজার ঠাঁই নেই যাবো কোথা চাচা
এনে দিন খাঁচা। 
অভিযোগ আসে যদি জঙ্গির বাস
তবে সর্বনাশ।
বান্ধবী থাকে যদি হবে নাকি ছাড়!
লিভটুগেদার।
আরেকটু ভেবে দেখি দু'টো দিন যাক
রেখেঢেকে থাক।
থেকে থেকে শঙ্কায় বুকে নিয়ে ডর
আছে ব্যচলর।
 
২৭ শে জুলাই, ২০১৬  রাত ৯:২৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা
২| 
২৭ শে জুলাই, ২০১৬  রাত ৯:৪৮
ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন, ব্যাচেলররা যাবে কোথায়? ভারি মুস্কিল তো!
 
২৮ শে জুলাই, ২০১৬  রাত ৩:২১
বাকপ্রবাস বলেছেন: হুম ঢাকাবাসীদের ঝামেলাই বেশী
৩| 
২৮ শে জুলাই, ২০১৬  রাত ১:২৯
অরুনি মায়া অনু বলেছেন: খুবই মুশকিল হল ভাল মানুষ গুলোর জন্য।
সুন্দর লিখেছেন।
 
২৮ শে জুলাই, ২০১৬  রাত ৩:২২
বাকপ্রবাস বলেছেন: সেটাই, কিছু জঙ্গীপনার জন্য পুরো দেশটাই জিম্মী
৪| 
২৯ শে জুলাই, ২০১৬  সকাল ১০:১২
সোহানী বলেছেন: হায়রে ব্যচলর.............
 
৩০ শে জুলাই, ২০১৬  সকাল ১১:৩২
বাকপ্রবাস বলেছেন: হাঙ্গামা শুরু হয়ে গেছে, বাড়িওয়ালা নোটিশ টাঙ্গিয়েছে, এখানে ব্যাচলর ঘর ভাড়া দেয়া হয়না
৫| 
২৯ শে জুলাই, ২০১৬  সকাল ১০:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: 
বান্ধবী থাকে যদি হবে নাকি ছাড়!
লিভটুগেদার। "
 
৩০ শে জুলাই, ২০১৬  সকাল ১১:৪২
বাকপ্রবাস বলেছেন: উপায়তো আর দেখিনা, সেই ফাঁকে লিভটোগেদারটা সহনিয় আর প্রমোট হয়ে যাক
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৬  রাত ৯:১৩
দেবজ্যোতিকাজল বলেছেন:
  
  
 হু