| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নদীর মুখে বাঁধ দিয়েছো 
মরি আমি ক্ষরায়
তোমার খেয়াল ট্রানজিটে আর
আমার বাঁচার লড়াই। 
এ ভীষণ বাড়াবাড়ি 
এ ভীষণ অন্যায়
শুকনো মৌসুমে গলেনা পানি
বর্ষায় মারো বন্যায়।
খুবতো বলো কথায় কথায়
আমার সাথেই আছো
মাতাল যারা ভিটা বেঁচে খায়
তাদের সাথেই নাচো।
 
০১ লা আগস্ট, ২০১৬  সন্ধ্যা  ৬:২৭
বাকপ্রবাস বলেছেন: ঝালমুড়ি দেন দশ টাকার
২| 
০১ লা আগস্ট, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৩
ইমরান আল হাদী বলেছেন: ভালো লিখেছেন।
 
০১ লা আগস্ট, ২০১৬  রাত ৮:১১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন
৩| 
০১ লা আগস্ট, ২০১৬  রাত ৮:১২
সোহানী বলেছেন: আরে কি যে বলেন ভায়া, দেশ আবার কি!!!!!!!!!! ক্ষমতা আর টাকা চাই ...... এসব নোংরা চাষী ভিক্ষুক দেশটা নোংরা করে দিচ্ছে, তাদের বন্যা খরায় মরে যাওয়াইতো ঠিক!!!!!!!!!!!
 
০১ লা আগস্ট, ২০১৬  রাত ৮:৩৮
বাকপ্রবাস বলেছেন: আধুনিক দেশতো................
লুটেপুটে খাই
বন্যা খরা হলে
কার কি আসে যায়
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৬  সন্ধ্যা  ৬:২০
ঝালমুড়ি আলা বলেছেন: ভালো লাগল ।