নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- ছড়া

১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০২


কবিতা আমার ভাল্লাগেনা
ছড়া পড়ি ছড়া
হোক টক, ঝাল কিংবা
হোক ভীষণ কড়া।

প্রেমের ছড়ায় পড়ুক বাজ
যাক ছুটে যাক দিল
ঝগড়াঝাটি শেষ হলে ফের
দু'জনার হোক মিল।

রাজার ছড়ায় রাণী আসুক
নীতি নাইবা থাকুক
ছড়ায় ছড়ায় দূর্নীতিটার
চিত্র উঠে আসুক।

শিশুর ছড়ায় লেংটা নাচুক
কোলের শিশুটা
নাচতে নাচতে নানির কোলে
দিক হিসুটা।

ঋতুর ছড়ায় গ্রীষ্ম, বর্ষা
শরৎ, হেমন্ত
শীতের শেষে কোকিল ডাকুক
আসুক বসন্ত।

কবিতা আমার ভাল্লাগেনা
ছড়া পড়ি ছড়া
ছড়া পেলে সব ভুুলে যাই
নাওয়া খাওয়া, পড়া।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: নাওয়া খাওয়া ভুলার দরকার নেই




ভালোলাগলো

১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

বাকপ্রবাস বলেছেন: হ, আমারও একই কথা, খিদা লাগছে, খাইয়া আসি

২| ১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

সাদা মনের মানুষ বলেছেন:
শিশুর ছড়ায় লেংটা নাচুক
কোলের শিশুটা
নাচতে নাচতে নানির কোলে
দিক হিসুটা।


.........ব্যফক ভাল্লাগছে :-B

১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন

৩| ১৩ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন:

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭

বাকপ্রবাস বলেছেন: বাহ
খেয়ে বলি
আহ

৪| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫২

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু

১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২০

বাকপ্রবাস বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.