| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভদ্রলোকে চুরুট খায়না
ভেবে বল খায় নাকি?
চুরুট খায় দুষ্টু লোকে
কথায় কাজে দেয় ফাঁকি। 
পাড়ার মোড়ে দেখে এসো
আড্ডা মারে রাস্কেলে 
চুুুরুট টেনে ইভটিজিং 
মা-বোনেরা পাশ গেলে। 
সিনামাতে দেখায় কতো
ভিলেন যারা চুুরুট খায়
ছেলে খেলে বকবে আবার
কেমন কথা বাবায় খায়!
 
১৬ ই আগস্ট, ২০১৬  দুপুর ২:৫৮
বাকপ্রবাস বলেছেন: 
  
 নিউ সিস্টেম
২| 
১৬ ই আগস্ট, ২০১৬  রাত ৮:০৩
টাইম টিউনার  বলেছেন: আগে ২ নং টা পড়লাম, এখন এইটা ভালো লেগেছে দুটোই।+++
 
১৬ ই আগস্ট, ২০১৬  রাত ৮:২৬
বাকপ্রবাস বলেছেন: হা হা হা থ্যাংক্স থ্যাংক্স থ্যাংক্স
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬  দুপুর ২:৪০
নিউ সিস্টেম বলেছেন: ভালো লাগলো কবিতা ।