| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্বপ্নগুলো হয়না পূরণ যায়না মরে তবু
একটা গেলে একটা ধরি হাল ছাড়িনা কভূ। 
স্বপ্ন দেখি হাজার রঙের নয়তো কেবল একার
স্বপ্ন দেখি হাল ছেড়ে আর ঘুরবেনা কেউ বেকার। 
এপার ওপার ব্রীজটা হলে কৃষক পেত দামটা
এখন যেমন মধ্যস্বত্বে যায়যে চুরি ঘামটা।  
স্বপ্ন দেখি সখিনার বাপ যাবেনা ঘর ছেড়ে
আসুক অভাব মান অভিমান ফেলে দেবেন ঝেড়ে।  
স্বপ্ন দেখি রাজধানীতে নিত্যনতুন গাড়ী
জ্যাম লেগে থাক রাস্তা জুড়ে সকাল-সন্ধ্যা ছাড়ি। 
গ্রামে কারো চোখ পড়েনা সবাই শহরমুখী
উন্নয়নের সূচক বাড়ে, বাড়ে গরীব দুঃখী।  
স্বপ্ন আমার দু'বেলা ভাত জুটুক ঘরেঘরে 
হাভাতিরা তাতেই খুশি জুটলে খাবার পরে।
 
৩০ শে আগস্ট, ২০১৬  রাত ২:৪৪
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৬  রাত ৮:২০
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার