নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেইতো আমার বাড়িগাড়ী ভাড়া বাসায় থাকি
মাসের শেষে ভাড়ার টাকা আলগা করে রাখি।
ঠিক সময়ে আসেন চাচা গলায় খেকটা দিয়ে
পকেট আমার চুপষে মলিন চাচায় যায়যে নিয়ে।
হিসেব শুরু কাটাছেড়ার বাজার খরচ কতো?
হয়না কেনা ছেলে মেয়ের বায়না শতোশতো।
হায় বেচারীর মুখ ফোটেনা মানিয়ে নিচ্ছে সব
ধূলোবালি ঝারা শেষে সাঁজিছে ফুলের টব।
এই আমাদের মধ্যবিত্ত্ব টানাপোড়ন শেষে
চলছেতো বেশ হেসেখেলে জীবন ভালবেসে।
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ২:৪০
বাকপ্রবাস বলেছেন: থ্যাংস, কনফিউশন ছিলাম, আপনার মন্তব্যে সমাধান হলো
২| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
fa siam বলেছেন: ভাল
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৬
বাকপ্রবাস বলেছেন: থ্যাংক্স
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০০
ঢাকাবাসী বলেছেন: বেশ ভালো। 'মধ্যবিত্ত্ব' হবে। ধন্যবাদ।