নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্বু আমার বিদেশ থাকে
নামটা ছেড়ে বুড়ি ডাকে
ছুটি পেলে দেখতে আসবে দেশে,
এখন আমি বসতে জানি
পরতে গিয়ে ধরতে জানি
আব্বু এলে ধরবো জড়ি ঠেসে।
আম্মু আমায় বকে যতো
আমি নাকি আব্বুর মতো
ভীষণ জেদি হাত-পা ছুড়ি রেগে,
আব্বু এলে আমায় রেখে
যাবে চলে রিকশা ডেকে
জ্বালাতনে যাবে নাকি ভেগে।
আমি বলি তা হবেনা
আব্বু এলে জেদ রবেনা
ঘুরবো সবাই একইসাথে,
আমি তখন গুটিগুটি
জড়াবো যখন পা দু'টি
হোঁচট খেলে ধরব বাবার হাতে।
৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫
বাকপ্রবাস বলেছেন: ছবিটা এইমাত্র পেলাম এবং সাথেসাথেই লিখা, ধন্যবাদ জানবেন
২| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২১
বিজন রয় বলেছেন: আশীর্বাদ রইল আপনার টুকটুকির জন্য।
আপনি কেমন আছেন?
৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৬
বাকপ্রবাস বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ জানবেন রয়দা
৩| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৯
ইকরাম উল হক বলেছেন:
অসাধারণ
(আপনারা এত ভাল লেখেন কেমনে!!!)
৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৮
বাকপ্রবাস বলেছেন: ভাইরে ছবিটা পেলাম এবং লিখলাম সাথে সাথে, ওকে দেখার জন্য ছুটি চাইলাম বাট ঝুলাই রাখছে
৪| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ ছন্দময় ছড়া ।
শিশু মনের কি সুন্দর
আকুতি ঝরে পড়ছে
প্রতিটি ছত্রে । মনে
হয় এখুনি গিয়ে জড়িয়ে
ধরি শিশুটিকে বুকের
মধ্যে । শুভেচ্ছা রইল
৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ডঃ এম এ আলী ভাই
৫| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৯
ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিউ রইল ধন্যবাদ ।
৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
বাকপ্রবাস বলেছেন:
৬| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আব্বু এলে জেদ রবেনা
ঘুরতে যাবো সবাই একসাথে
আমি তখন গুটি গুটি
চলতে গিয়ে পা দু'টি
জড়িয়ে গেলে ধরব বাবার হাতে।
খুউব ভালো লাগা রহিল।
কবির প্রতি সুভেচ্ছা।
৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
বাকপ্রবাস বলেছেন: আপনাকেও অফুরন্ত ধন্যবাদ এবং শুভেচ্ছা
৭| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১১
সোহানী বলেছেন: আমার পক্ষ থেকে দু'গালে দু'টি করে চিমটি দিবেন কারন আমি কিউট বাচ্চাদের গালে চিমটি না দিয়ে থাকতে পারি না.... কবিতায় ++++
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২০
শামছুল ইসলাম বলেছেন: মায়াকাড়া ছবি।
এবং সুন্দর ছড়ার জন্য বাকপ্রবাস ভাইকে ধন্যবাদ।
ভাল থাকুন। সবসময়।