নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ দেখা যায় টুনটুনি
গাছের পাতার ফাঁকে
খোকাবাবু চুপটি করে
ডেকে আনে মা'কে।
টুনটুনিটা চাইযে তার
পুষবে নাকি খাঁচায়
ধরতে গেলে তিড়িংবিড়িং
এদিক সেদিক নাচায়।
টুনটুনিটা দেয়না ধরা
খোকাবাবু কাঁদে
মা বলেছে সবুর কর
মিলবে দুদিন বাদে।
টুনটুনিটা আসল ঠিকই
ঘর হয়েছে আলো
খোকাবাবুর টুনটুনিটা
ছিল ভীষণ ভালো।
টোনাটোনির ঝগড়া লাগে
মা'যে দেখে হাসে
এমন মধুর ঝগড়া যেন
স্বর্গ নেমে আসে।
৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৪
বাকপ্রবাস বলেছেন: ছড়া এবং রান্না দু'টোই আমার পছন্দ। রান্না করে পোষ্ট দিই ফেইসবুকে। লিংকন ভাইও আজকাল রান্না করা শুরু করেছেন, আমরা সবাই ওনাকে খেপায় বিয়ে করছেনা বলে, উনি যখন ফেবুতে পোষ্ট টা দিয়ে আমাকে ট্যগ করলেন আমি একটা ছড়া লিখলাম ওনাকে নিয়ে। তায় ওনার ষ্ট্যাটাসটাও রেখে দিলাম। ব্লগে সেটা দেবার কারণ হলো, আমি লিখা জমা রাখি ব্লগে। এটাই আমার নোটবুক যেন। ব্লগ যদি ব্যান হয়ে যায় আমার লেখাও হয়তো হারিয়ে যাবে। তবুও রাখি। কারন অপিষে কাজের ফাঁকে লিখি এবং সেটা ব্লগেই। সেটা ফেবুতে কপি পেষ্ট করি। ব্লগটাই আমার নোট খাতা।
অনেক বগর বগর করলাম। ধন্যবাদ আপু।
২| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: স্বাধীন টোনাটুনি ঘরে আসুক তা চাই না।
৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
বাকপ্রবাস বলেছেন: দিল্লিকা লাড্ডু খেলেও প্রবলেম না খেলেও প্রবলেম
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৪
অরুনি মায়া অনু বলেছেন: কবিতা আর ছবির মেলবন্ধন টা কি করে হবে বুঝতে পারছিনা।